ডিসকাস থ্রো'য়ে ভারতের তারকা অ্যাথলিট সীমা পুনিয়া যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হলেও দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন কমলপ্রীত কউর। ৬ রাউন্ডের ফাইনালে ১২ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। তৃতীয় রাউন্ডের পর ꦐবাদ পড়েন চারজন। শেষমেশ কমল🉐প্রীত ফাইনালের লড়াই শেষ করেন ৬ নম্বরে থেকে।
প্রথম প্রচেষ্টা:- ফাইনালে প্রথম প্রচেষ্টায় কমলপ্রীত ৬১.৬২ মিটার দূরত্বে থ্রো করꩲেন। প্রথম রাউন্ডে𓂃র শেষে ভারতীয় তারকা ৬ নম্বরে থাকেন। ৬৮.৯৮ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে এক নম্বরে রয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। দু'নম্বরে রয়েছেন কিউবার ইয়াইম পেরেজ। তিনি ৬৫.৭২ মিটার দূরে থ্রো করেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির ক্রিশ্চিন পাডেঞ্জ। তিনি ৬৩.০৭ মিটার দূরে থ্রো করেছেন।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৩.০৭ মিটার
৬. কমলপ্রীত-৬১.৬২ মিটার
দ্বিতীয় প্রচেষ্টা:- দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল থ্রো করেন কমলপ্রীত। সুতরাং প্রথম প্রচেষ্টার ৬১.৬২ মিটারই এখনও পর্যন্ত ফাইনালে তাঁর সেরা ফল। ভারতীয় তারকা পিছিয়ে গিয়েছেন সাত নম্বরে। প্রথম, দ্বিতীয় ෴ও তৃতীয় স্থানে কোনও বদল হয়নি। তবে ক্রিশ্চিন দূরত্ব বাড়িয়ে নিয়েছেন ৬৫.৩৪ মিটারে।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৫.৩৪ মিটার
৭. কমলপ্রীত-৬১.৬২ মিটার
বৃষ্টির জন্য ফাইনাল সাময়িক𒐪ভাবে বন্ধ রাখতে হয়। বৃষ্টির বাধা কাটিয়ে পুনরায় শুরু হয় ফাইনালের লড়াই।
তৃতীয় প্রচেষ্টা:- কমলপ্রীত তৃতীয় প্রচেষ্টায় ৬৩.৭০ মিটার দূরত্বে থ্রো করেন। সুতরাং, আগের থেকে ২.০৮ মিটার দূরত্ব বাড়িয়ে তিনি। ভারতীয় তারকা পুনরায় ৬ নম্বরে উঠে আসেন। সুতরাং প্রথম ৮ জনের মধ্যে থেকে শেষ তিনটি প্রচেষ্টায় নিজের পারফর্ম্যান্💖সে উন্নতি করার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় তারকা। ফাইনাল থেকে বাদ পড়লেন শেষ চারজন অ্যাথলিট।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৫.৩৪ মিটার
৬. কমলপ্রীত-৬৩.৭০ মিটার
চতুর্থ প্রচেষ্টা:- চতুর্থ প্রচেষ্টায় ক✤মলপ্রীত ফাউল থ্রো করেন। সুতরাং, ৬৩.৭০ মিটার দূরত্বই এখনও পর্যন্ত তাঁর সেরা পারফর্ম্যান্স হয়ে রইল। বাকিরা কেউই নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করতে না পারায় কমলপ♏্রীত রয়ে গেলেন ৬ নম্বরেই। প্রথম তিনেও কোনও বদল হয়নি।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. পেরেজ- ৬৫.৭২ মিটার
৩. ক্রিশ্চিন- ৬৫.৩৪ মিটার
৬. কমলপ্রীত-৬৩.৭০ মিটার
পঞ্চম প্রচেষ্টা:- কমলপ্রীত পঞ্চম প্রচেষ্টায় ৬১.৩৭ মিটার থ্রো করেন, যা তাঁর প্রথম প্রচেষ্টার থেকেও কম। সুতরাং, নিজের পারফর্ম্যান্সে উন্নতি করতে পারলেন না ভারতীয় তারকা। এর পর একবার মাত্র সুযোগ পাবেন কমলপ্রীত। ভারতীয় তারকা রয়ে গেলেন ৬💫 নম্বরেই। তবে তৃতীয় স্থান থেকে দু'নম্বরে উঠে আসেন ক্রিশ্চিন। তিনি ব্যক্তিগত সেরা ৬৬.৮৬ মিটার থ্রো করেন।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. ক্রিশ্চিন- ৬৬.৮৬ মিটার
৩. পেরেজ- ৬৫.৭২ মিটার
৬. কমলপ্রীত- ৬৩.৭০ মিটার
ষষ্ঠ প্রচেষ্টা:- শেষ প্রচেষ্টায় ফাউ♏ল থ্রো করলেন কমলপ্রীত। সুতরাং, ৬ রাউন্ডের শেষে কমলপ্রীতের সেরা থ্রো ৬৩.৭০ মিটার। তিনি ৬ নম্বরে থেকে ফাইনাল শেষ করলেন। অলম্যান ৬৮.৯৮ মিটার থ্রো করে সোনা জেতেন। ক্রিশ্চিন ৬৬.৮৬ মিটার থ্রো করে রুপো জেতেন। পেরেজ ৬৫.৭২ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক গলায় ঝোলান। 🌟উল্লেখ্য, কমলপ্রীতের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স হল ৬৬.৫৯ মিটার। সুতরাং, যদি নিজের সেরা পারফর্ম্যান্স মেলে ধরতে পারতেন, তবে টোকিওয় ব্রোঞ্জ পদক জিততেন তিনি।
সেরা প্রচেষ্টা ও স্ট্যান্ডিং:-
১. অলম্যান- ৬৮.৯৮ মিটার
২. ক্রিশ্চিন- ৬৬.৮৬ মিটার
৩. পেরেজ- ৬৫.৭২ মিটার
৬. কমলপ্রীত- ৬৩.৭০ মিটার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।