শুভব্রত মুখার্জি: কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ডিআরএস টেকনোলজি বা বলা ভাল হক-আইকে নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। হক-আইতে এলগারের প্যাডে লাগাতে বলটি স্ট্যাম্পের উপর দিয🌊়ে চলে যাচ্ছে বলে দেখানো হয়েছিল তা বিশ্বের সবথেকে বাউন্সি 𝐆পিচেও উইকেটের উপর দিয়ে বেরিয়ে যাবে না বলেই মনে করেন না একাধিক বিশেষজ্ঞরা। ভারতীয় দল তাদের হতাশা মাঠেই প্রকাশ করেছিল এই ঘটনাতে। সেই ঘটনাতেই কার্যত ঘৃতাহুতি করা হল ক্রিকেট আইসল্যান্ডের তরফে।
এক টুইট বার্তায় ঘুরিয়ে মজার ছলে চরম কটাক্ষ ছুঁড়ে দেওয়া হল প্রোটিয়াদের উদ্দেশ্যে। ক্রিকেট আইসল্যান্ডের অফিসিয়া♛ল টুইটার হ্যান্ডেল থেক🎐ে টুইট করে লেখা হয় 'আমাদের টেকনলজির অনেক উন্নয়ন ঘটেছে। শেষ মরশুমে আমাদের সবকটি ম্যাচ ইউটিউবে লাইভ স্ট্রিম করে দেখানো হয়েছে। আমরা যখন ডিআরএস ইনস্টল করার মতো পর্যায়ে পৌঁছে যাব তখন আমাদের ব্যাটাররা আমাদের অনুরোধ করেছে যেন অবশ্যই দক্ষিণ আফ্রিকান ভার্সানের দরপত্র নিয়ে তা ইনস্টল করি।'
প্রসঙ্গত ২১২ রানের ম্যাচ এবং সিরিজ জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার তৃতীয় দিনে স্কোর তখন ১ উইকেটে ৬০। প্যাভিল🍃িয়নে ফিরে গিয়েছেন এইডেন মার্করাম। ক্রিজে ছিলেন ডিন এলগার এবং কিগান পিটারসেন। অশ্বিনের একটি বল একেবারে উইকেটের সামনে মিস করেন এলগার। বল তার প্যাডে লাগলে আম্পায়ার ইরাসমাস তাকে আউট দেন। টিভি রিপ্লেতেও মনে হয়েছিল এলগার নিশ্চিতভাবেই হয়ত আউট। এরপর এলগার ডিআরএস নিলে সেখানে হক-আই দেখায় বল উইকেটের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যা দেখা নিজের বিস্ময় চাপেননি আম্পায়ার ইরাসমাসও। বিরাট,অশ্বিন এবং রাহুলরা স্ট্যাম্প মাইকেই উগড়ে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।