ব্যাট হাতে তাঁর কেরামতির কথা এখন বিশ্ব বন্দিত। ক🐭িন্তু সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন বাবর আজম যে রিফলেক্স দেখালেন, তাতে জন্টি রোডসের কথা মনে পড়ে যাবে। চোখের পলকে ছাপিয়ে পড়ে উসমান খোয়াজার ক্যাচটি ধরেন পাক অধিনায়ক। অজি ব্যাটার নিজে কিছু বুঝে ওঠার আগেই আঙুল তুলে দেন আম্পায়ার।
তখন অস্ট্রেলিয়ার ৩ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে ৯১ রানে ব্যাট করছেন খোয়াজা। সঙ্গে রয়েছেন ট্রেভিস হেড। সাজিদ খানের ওভারে উসমান ঠিক করে ব্যাট-বলে লাগাতেই পারেননি। ব্য🍸াটের কোণায় লেগে বলটি ক্যাচ ওঠে। তবে খুব উপরে ওঠেনি। নীচ দিয়েই যাচ্ছিল বলটি। পাক উইকেটকিপার মহম্মদ রিজওয়ানও ঠিক করে বলটি বুঝে উঠতে পারেননি। তবে কিপারের পিছনে দাঁড়িয়ে থাকা বাবর আজম চোখে🧔র পলক ফেলার আগেই ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন। এমন রিফলেক্স কিন্তু সচারাচর দেখা যায় না। যা দেখে মুগ্ধ ক্রিকেট মহলও।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই তারা ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশানের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদি এক বলের ব্যবধানে অজিদের দ🎐ুই তারকা ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। দলের মাত্র ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এর পর দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা। তৃতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে তারা। এর পর ৫৯ করে আউট হন স্মিথ। আর দুরন্ত ক্যাচ ধরে ছন্দে থাকা উসমানকে সাজঘরে ফেরান বাবর আজম। উসমান খোয়াজা আউট হওয়ার পরেই ২৬ করে সাজঘরে ফেরেন ট্রেভিড হেডও। এখন ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন (২০) এবং অ্যালেক্স ক্যারি (৮)। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩২ অস্ট্রেলিয়ার।
প💫াকিস্তানের শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ নিয়েছেন ২🌠টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ১ উইকেট। প্রশ্ন উঠেছে, এমন পাটা পিচে তৃতীয় টেস্টও কি তবে ড্র হওয়ার পথে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।