লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় 💛ও অন্তিম টেস্টের দ্বিতীয় দিনে চমৎকার রিভার্স সুইংয় দক্ষতার পরিচয় দিয়ে অজি মিডল অর্ডারকে একেবারে নাস্তানাবুদ করলেন নাসিম শাহ। প্রথম ইনিংসে পাকিস্তান♉ি তরুণ ফাস্ট বোলার ৫৮ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।
প্রথম নাসিম সেট দেখানো স্টিভ স্মিথকে ৫৯ রানে সাজঘরে ফেরান। তারপর ট্রেভিস হেডও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ২৬ রানে আউট হন। নাসিমের বাকি দুই উইকেট এককথায় ‘ফাস্ট বোলার্স ডিলাইট’। গতিতে ভর করে দুর্ধর্ষ রিভার্স সুইং𝄹য়ে সেট ক্যামেরন গ্রিন (৭৯ রান) ও ন্যাথন লিয়ঁর (৪ রান) উইকেট উড়িয়ে দেন নাসিম শাহ। এর জেরেই এক এলিট লিস্টে সামিল হয়ে গেলেন ১৯ বছর বয়সী ফাস্ট বোলার।
শাহিদ আফ্রিদি এবং মহম্মদ আমিরের পর, মাত্র তৃতীয় পাকিস্তানি টিনএজার হিসাবে নাসিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে চার উইকেট নিলেন। শাহিদ আফ্রিদি এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার শেষ পাকিস্তান সফরে, নিজের টেস্ট অভিষেকেই করাচিতে সকলকে চমকে দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। আমির ২০০৯ সালে মেলবোর্নে টিনএজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন🌟। নাসিমের বোলিংয়ে ভর করেই পাকিস্তান ৩৯১ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয়। দিনের শেষে পাকিস্তানের স্কোর এক উইকেটের বিনিময়ে ৯০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।