লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে কামি🐷ন্স ঝড়। বল হাতে হোক বা ফিল্ডিং, অস্ট্রেলিয়ান অধিনায়কের ঝাঁঝে ধোপে টিকলেন না পাকিস্তানি ব্যাটাররা। আজহার আলিকে আউট করতে তিনি যে ক্যাচটা নিলেন, তা সিরিজ তো বটেই, সম্ভবত এই মরশুমে এখনও অবধি সেরা ক্যাচ।
তৃতীয় দিনে কার্যত এক চান্সলেস ইনিংস খেলছিলেন আজহার। ঘরের মাঠে পরিবারের সামনে নিজের ২০তম টেস্ট শতরানের দিকে এগোচ্ছিলেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার। কি🐠ন্তু বাধ সাধেন কামিন্স। নিজের ফলো থ্রুতে ক্যাচ নেওয়া কখনই সহজ নয়, কিন্তু পাকিস্তান ইনিংসের ৮৭তম ওভারে কামিন্স যে ক্যাচটা নিলেন, তা কার্যত অসম্ভব। নিজের ফলো থ্রুতে স্বাভাবিকভাবেই বাঁ-দিকে সরছিলেন কামিন্স। কিন্তু আজহারের স্ট্রেট ড্রাইভ তাঁর ডান দিকে আসে। ফলো থ্রুতেই মাটিতে পড়তে পড়তেই কোনোক্রমে ডান দিকে হাত বাড়িয়ে বল নিজের দখলে আনেন কামিন্স।
এই দুর্ধর্ষ ক্যাচ, গোটা গ্যালারিকে অল্পের জন্য বিস্মিত করে দেয়। আজহার নিজেও ক্রিজে থ হয়ে দাঁড়িয়ে যান, তাঁর পুত্র স্ট্যান্ডে মুখ লুকানোর চেষ্টায় তখন ব্য়স্ত। এই উইকেটের গুরুত্ব বুঝে একেবারে উদ্দ✨াম সেলিব্রেশনে মাতেন কামিন্স, যা সচরাচর তাঁকে করতে দেখা যায় না। দিনের শেষে আজহারের উইকেটটাই পাকিস্তান ব্যাটিং লাইন আপের ফাঁটলটা ধরানো শ🥂ুরু করে। মাত্র ২০ রানে সাত উইকেট হারিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ১২৩ রান কম, ২৬৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। কামিন্স একা নেন পাঁচ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।