একদিকে বিরাট কোহলি সেঞ্চুরির খোঁজে হন্যে হয়𒐪ে ঘুরে বেড়াচ্ছেন। ২০১৯-এর নভেম্বর থেকে কোহলি🦄র ব্যাটে শতরানের দেখা নেই। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ে চলেছেন।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অধিন🌱ায়কোচিত শতরান করেন বাবর আজম। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১০৩ রান করে আউট হন। এই নিয়ে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান করলেন বাবর। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সির🍎িজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বাবর।
মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করা মাত্রই বিরল এক রেকর্ড গড়েন বাবর। এই নিয়ে দু'বার পরপর তিনটি 🦩ওয়ান ডে ম্যাচে শতরান করলেন তিনি। বাবরই একমাত্র ক্রিকেটার, যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু'বার পরপর তিনটি ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন করেন।
২০১৬ সালে বাবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই পরপর 🥃৩টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি ღকরেছিলেন।
২০১৬ সালে বাবরের পরপর তিনটি ওয়ান ডে সেঞ্চুরি:-১২০: বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজা)১২৩: বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজা)১১৭: বনাম ওয়েস্ট ইন্ডিজ (আবু ধাবি)
আরও পড়💫ুন:- PAK vs WꦿI: বিরাটকে সিংহাসনচ্যুত করার মুখে বাবর, দখলে চলে আসবে সর্বকালের রেকর্ড!
২০২২ সালে বাবরের পরপর তিনটি ওয়ান ডে সেঞ্চুরি:-১১৪: বনাম অস্ট্রেলিয়া (লাহোর)১০৫ অপরাজিত: বনাম অস্ট্রেলিয়া (লাহোর)১০৩: বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুলতান)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।