সাংবাদিকদের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন বাবরদের বোলিং কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তনী শন টেট।পাকিস্ত🌳ান বনাম ইংল্যান্ডের মধ্যকার ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তানকে। লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ দলের সামনে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের তারকা বোলাররা। শাদাব খান ছাড়া কোনও বোলারই উইকেট নিতে পারেননি। শাদাব ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
শাহনওয়াজ দাহানি ২ ওভারে ৩৩ রান দিয়েছেন এবং আমের জামাল ২ ওভারে ৩০ রান দিয়েছেন। মহম্মদ নওয়াজ ৪ ওভারে ৪৩ রান দেন এবং মহম্মদ ওয়াসিম ২.৩ ওভারে𒁏 ২৯ রান দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৪১ বলে ৪৪ রান করে দলকে একটি দুর্দান্ত জয় এনে দেন। তবে শোচনীয় পরাজয়ের পর সাংবাদিকদের সঙ্গে মুখোম💞ুখি লড়াই জড়িয়ে পড়েন পাকিস্তানের বোলিং কোচ শন টেট।
আরও পড়ুন… এই🌃 বছর MI-এর হয়ে বুমরাহ খেলেছেন ১৪ ম্যাচ, জাতীয় দলে𝔉র হয়ে মাত্র ৫টি T20
ম🌳্যাচের পরে সংবাদ সম্মেলনে যোগ দেন শন টেট। এরপরে সাংবাদিক সম্মেলন শুরু করার আগেই টেট বলেন, ‘আমরা যখনই খারাপভাবে হেরে যাই তখনই তারা আমাকে সাংবাদিক সম্মেলনে পাঠায়। তারা আমাকে পাঠায় যখন আমরা খুব মার খাই।’ এই বলে হেসে ফেলেন শন টেট। এরপরে একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ডেথ ওভারে আমাদের বোলাররা কিছুই করতে পারেনি,এ বিষয়ে আপনি কী বলতে চান? গত ম্যাচেও হ্যারিস ছাড়া বেশিরভাগ বোলারই ডেথ ওভারে লড়াই করেছিলেন। শন টেট কড়া ভাষায় বললেন,‘আপনি শেষ ম্যাচ দেখেছেন। আমরা ডেথ ওভারে জিতেছি শুধুমাত্র চমৎকার বোলিংয়ের কারণে।’ এর পর সাংবাদিক তাঁকে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করতে শুরু করলে তিনি জোর দিয়ে বলেন, ‘শেষ ম্যাচটা আপনার মনে নেই?’এরপর সাংবাদিক তাঁকে পাল্টা প্রশ্ন করলে শন বলেন,‘আমরা যদি ডেথ ওভারের কারণে জিততে পারি,তাহলে এটাই যথেষ্ট।’
আরও পড়ুন… Women's Asi𓂃a Cup 2022 IND-W vs SL-W Live: নির্ধারিত ২০ ওভারে ১৫০/৬ রান তুলল ভারত
এরপর আরেক প্রশ্নে শন টেট বলেন,‘শেষ ম্যাচটা একটু অন্যরকম ছিল। এবার দ্বিতীয় ইনিংসে বল ভালোই আসছিল।’ তিনি🥃 আরও বলেন, ‘মাঝে মাঝে বিরোধীদেরও কৃতিত্ব দিতে হবে। বোলিং কোনও ভাবেই আলগা ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থান-পতন রয়েছে।পরের ম্যাচে আমরা ভালো করব।’ কেমন হবে ফাইনালের প্রস্তুতি? এ প্রশ্নের জবাবღে শন টেট বলেন,‘আমি ডাগআউট থেকে সরাসরি এখানে এসেছি। আমি এখনও কারোর সঙ্গে কথা বলিনি। আমি জল্পনা নিয়ে কথা বলতে চাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।