চলতি আইপিএল মরশুমে অসাধারণ সব ক্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। তবে ন্যাশনাল টি-২০ কাপে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান যে ক্যাচটি তালুবন্দ🧸ি করেন, তার সামনে ফিকে মনে হত𓆏ে পারে আইপিএলের দুরন্ত সব ফিল্ডিং নমুনাকে।
রিজওয়ানের উড়ন্ত বাজপাখির মতো ক্যাচ দেখে তাঁকে সুপারম্যান বলে ডাকাও শুরু হয়েছে পাক ক্রিকেটমহলে। উল্লেখযোগ্য ব🦩িষয় হল, রিজওয়ান ম্যাচে উইকেটকিপিং করছিলেন না। আউটফিল্ডে সামনের দিকে শরীর শূন্যে ছুঁড়ে এই ক্যাচটি তাই তাঁর জন্য আরও কঠিন বলে বিবেচিত হওয়াই স্বাভাবিক।
সিন্ধের বিরুদ্ধে খাইবার পাখতুনের ম্যাচ ছিল রাওয়ালপিন্ডিতে। সিন্ধের লোয়ার অর্ডার ব্যাটসম্যান আনোয়ার আলির হাওয়ায় ভাসানো বল অনেকটা দৌড়ে এসে সামনের দিকে ডাইভ মে🔥রে তালুবন্দি করেন রিজওয়ান।
অবিশ্বাস্য এই ক্যাচ দেখে🌼 পাকিস্তান ক্রিকেট বোর্ꦕড টুইট করে, ‘এটা কি একটা পাখি? এটা কি একটা বিমান? নাকি সুপারম্যান? না, এটা মহম্মদ রিজওয়ান।’
অত্যন্ত উত্তেজক ম্যাচটিতে যদিও ২ উইকেটে পরাজিত হয় ⛎রিজওয়ানরা। প্রথমে ব্যাট করে খাইবার পাখতুন ৯ উইকেটে ১৩৮ রান তোলে। ম্যাচের একেবারে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৮ উই🐟কেটের বিনিময়ে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় সিন্ধ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।