বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর বুধবার (২৫ অগস্টꦆ) থেকেই শুরু হয়ে গিয়েছ🗹ে প্যারালিম্পিক্সের আসর। টোকিওয় প্রথম দিনে প্রথম ম্যাচে হার দুই ভারতীয় প্যাডলার সোনালবেন মানুভাই প্যাটেল ও ভাবিনাবেন প্যাটেলের।
মহিলাদের ক্লা💎স ৩ বিভাগের ম্যাচে তিন গ🍬েমের পর এগিয়েই ছিলেন সোনালবেন। তবে হঠাৎ করেই ঘটে ছন্দপতন। পাঁচ গেমের লড়াইতে চিনের লি খুয়ানের বিরুদ্ধে পরাজিত হন তিনি। বিশ্বের চতুর্থ ও রিওতে রুপো জয়ী প্যাডলারের বিরুদ্ধে ম্যাচের ফলাফল ছিল ১১-৯, ৩-১১, ১৭-১৫, ৭-১১, ৪-১১।
অপরদিকে, ক্লাস ৪ বিভাগের ভাবিনাবেনও আরেক চাইনিজ প্রতিপক্ষের বিরুদ্ধে পরাজিত হন। তাঁর প্রতিপক্ষ ঝোও ꦚয়িং, বিশ্বের এক নম্বর প্যাড🌸লারের বিরুদ্ধে কোন প্রতিরোধই গড় তুলতে পারেননি। ৩-১১, ৯-১১, ২-১১ ব্যবধানে নিজের ম্যাচে স্ট্রেট গেমে হারেন তিনি।
প্রসঙ্গত, ক্লাস ৩-র প্যাডলারদের বাহু সামান্যভাবে কার্যকরী𒈔। তবে ক্লাস ৪ প্যা়ডলারদর হাত ও বাহু দুইয়ের ওপরই নিয়ন্ত্রণ রয়েছে। দুই ভিন্ন বিভাগেই হার দিয়ে শুরু ꧅ভারতের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।