শুক্রবার (২✱৭ অগস্ট) প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিক্সের সেমিফাইনালে উঠেই ইতিহাস তৈরি করেছিলেন ভাবিনাবেন প্যাটেল। শনিবার (২৮ অগস্ট) টেবিল টেনিস ক্লাস ৪ বিভাগের বিশ্বের তিন নম্বর, চিনের মিয়াও জাং-কে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠলেন তি𝓰নি।
প্রথম গেম ৭-১১ ব্যবধানে হারলেও, ১১-৭, ১১-ꦡ৪ পরপর দুই গেম জিতে ম্যাচে এগিয়ে যান ৩৪ বছর বয়সী ভারতীয় প্যাডলার। চতুর্থ গেমে চাইনিজ প্রতিপক্ষ টানটান লড়াইয়ের পর ১১-৯ জিতে ফের কামব্যাক করার সংকেত দেন। ফাইনাল সেটেও ভা🥂বিনাবেন পরপর ছয় পয়েন্ট জেতার পর তিন পয়েন্ট জিতে ম্যাচে ফিরে আসেন জাং।
তবে শেষ হাসিটা হাসেন ভাবিনাবেনই, ১১-৮ জিতে নেন গেম ও ম্যাচ। এর আগে নাগাড়ে ১১টি ম্যাচে এই জাংয়ের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতীয় প্যাডলারকে। তবে সবচেয়ে প্রয়োজনীয় সময়ে স্কোর ১১-১ করে ঐতিহাসিক সোনা জয়ের থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে ভাবিনাবেন।ꦓ প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিন্তু পরাজয় দিয়েই শুরু করেছিলেন বিশ্বের ১২ নম্বর ভারতীয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।