প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বর প্যাডলারের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল। তবে মরণবাঁচন ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে পরাজিত করে টোকিও প্যারালিম্পক্সের রাউন্ড অফ ১৬-এ নিজের জায়গা পাকা করলেন ভারতীয় প্যাডলার ভাবিনাবেন প্যাটౠেল।
টেবিল টেনিসের ক্লাস ৪ বিভাগে বিশ্বের নয় নম্বর মেগানের বিরুদ্ধে চার গেমের হাড্ডা-হাড্ডি লড়াই হয় ভাবিনাবেনের। তবে ৪১ মিনিটের ম্যাচের পর শেষ হাসি হাসলেন বিশ্বের ১২ নম্বর ভারতীয় তারকাই। ১১-৭, ৯-১১,⛄ ১৭-১৫, ১৩-১১ স্কোরলাইনে ম্যাচ নিজের নামে করেন ভাবিনাবেন💮।
মাত্র আট মিনিটেই প্রথম সেট জিতে দাপুটে মেজাজে ম্যাচ শুরু করেন ভারতীয় প্যাডলার। তবে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন ব্রিটেনের প্রতিযোগী। টোকিও🔯র মেট্রোপলিটান জিমন্যা🌱শিয়াম পরের দুই সেটে একেবারে টান টান উত্তেজনাময় এক ম্য়াচের সাক্ষী থাকে।
দুই প্রতিপক্ষের কেউই অপরকে এক চুলও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। অবশেষে জয়লাভ করেন ভাবীনবেন। দুই ম্যাচের পর তিন পয়েন্ট নিয়েই পরের রাউন্ডের যোগ্যতা ไঅর্জন করেন তিনি। আরেক ভারতীয় প্যাডলার সোনালবেন প্যাটেলের কাছেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে। আজই দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।