শনিবার SL3 বিভাগে ব্যাডমিন্টন থেকে এসেছিল জোড়া পদক। রবিবারও শুরুতেই একই কৃতিত্ব পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ ছিল SL4 বিভাগ♌ে, তবে তা সম্ভব হল না। সুহাস যুথিরাজ ও তরুণ ধিলোঁ, উভয়ই নিজেদের বিভাগের ব্যাডমিন্টনের পদক ম্যাচে পরাজিত হন।
গোল্ড মেডেল ম্যাচে ভারতীয় শাটলার ২০ মিনিটে প্রথম গেম ২১-১৫ জিতে নিয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন। তবে সুহাসের বিরুদ্ধে ফ্🅷রান্সের লু🦩কাস মাজুর ম্যাচে ফিরে এসে ১৭-২১ ও ১৫-২১ ব্য়বধানে পরপর দুই গেম জিতে নেন। দ্বিতীয় গেমে লড়াইটা বেশিরভাগ সময়ই সেয়ানে সেয়ানে হলেও গেম জিতে ম্যাচে ফেরেন ফরাসি শাটলার। শেষ সেটে এক সময় তিন পয়েন্টের লিড পেয়েও তা হাতছাড়া করেন সুহাস। ফলে রুপো জিতেই খুশি থাকতে হয় আইপিএস অফিসারকে।
অপরদিকে, তরুণ ১৭-২১, ১১-২১ ব্যবধানে, ইন্দোনেশিয়ার ফ্রেড♏ির বিরুদ্ধে স্ট্রেট গেমে নিজের ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হন। প্রথম গেমে লড়াইটা ছিল কাঁটায়-কাঁটায়। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিলেন, তবে গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে লিড পেয়ে এগিয়ে যান ইন্দোনেশিয়ান। দ্বিতীয় গেমে অবশ্য শুরু থেকেই বিশাল লিড নিতে সক্ষম হন ফ্রেডি। গেমে কোন সময়েই তরুণের ফিরে আসার 🤡তেমন সুযোগ তৈরি হয়নি। ফলে স্ট্রেট গেমে পরাজিত হতে হয় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।