রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই পদকের খাতা খুলে ফেলে ভারত। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন মনু ভাকের। পরে মঙ্গলবার গেমসের চতুর্থ দিনে ফের দেশকে পদক এ𝄹নে দেন মনু। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংকে সঙ্গে নিয়🍃ে ব্রোঞ্জ জেতেন তিনি।
সুতরাং, প্যারিস অলিম্পিক্সে ভারত এখনও পর্যন্ত যে ২টি পদক জিতেছে, ২টিই এসেছꦆে শুটিং থেকে। বুধবার গেমসের পঞ্চম দিনেও শুটিংয়ের একাধিক ইভেন্টে লড়াই চালাবেন ভারতীয় তারকারা। মেয়েদের ট্র্যাপ ইভেন্টের ফাইনাল রয়েছে বুধবার।
গেমসের পঞ্চম দিনে ভারত লড়াই চালাবে শুটিং, বক্সিং, তিরন্দাজি, ইকুয়েস্ট্রিয়ান, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে। ভারতীয়দের বেশিরভাগ ম্যাচই হয় যোগ্যতা অর্জন পর্বের, নতুবা গ্রুপ পর্যায়ের। সব মিলিয়ে পদক সম্ভাবনা তৈরির ক্ষেত্রে প্যারিস অলিম্পিক গেমসে বুধবার অর্থাৎ পঞ্চম দিনটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে✅ চলেছে।
আরও পড়ুন:- IND vs SL 3rd T20I: সুপার ওভারে হ🙈ারা ম্যাচ জিতে শ্রীল🏅ঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত
বুধবার প্যারিস অলিম্পিক্সের পঞ্চম দিনে (৩১ জুলাই) ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের যোগ্যতা অর্জনের লড়াইয়ে 🐈নামবেন ঐশ্বর্য প্রতাপ𝄹 সিং তোমর ও স্বপ্নিল কুসালে।
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে মেয়েদের ট্র্যাপ ইভেন্ডের যোগ্যতা অর🍒্জন পর্বে লড়াই চালাবেন শ্রেয়সী সিং ও রাজেশ্বরী কুমারী।
বেলা ১২টা ৫০ মিনিটের📖 আগে নয়: ব্যাডমিন্টনের উইমেন্স সিঙ🍸্গলসের গ্রুপ ম্যাচে নামবেন পিভি সিন্ধু।
দুপুর ১টা 💛৩০ মিনিট: ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইন্ডিভিজুয়াল গ্রাঁ-প্রিতে লড়াই চালাবেন অনুশ আগরওয়াল।
দুপুর ১টা ৪০ মিনিটের আগে নয়: ব্🏅যাডমিন্টনের মেনস সিঙ্গলসꦓের গ্রুপ ম্যাচে নামবেন লক্ষ্য সেন।
🍌 দুপুর ২টো ৩০ মিনিট: টেবিল টেনিসের উইমেন্স সিঙ🃏্গলসের রাউন্ড অফ ৩২-এ লড়াই চালাবেন শ্রীজা আকুলা।
দুপুর ৩টে ৩৪ মিনিট: বক্সিংয়ে মেয়েদের 🍒🌸৭৫ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে লড়াই চালাবেন লভলিনা বরগোঁহাই।
দুপুর ৩টে ৫৬ মিনিট: তিরন্দাজির মেয়েদের ব্যক্তিগত বিভাগের রাউন্ড অফ ৬৪-এর লড়🔯াইয়ে নামবেন দীপিকা কুমারী।
সন্ধ্যা ৭টা: শুটিংয়ে মেয়💜েদের ট্র্যাপ ইভেন্টের ফাইনাল।
রাত ৯টা ১৫ মিনিট: তিরন্দাজির ছেলেদের ব্যক্তিগত বিভাগের রাউন্ড অফ ৬৪-এর লড়াইয়ে নামবেন তর✤ুꦦণদীপ রাই।
রাত 🍃১১টা: ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসের গ্রুপ ম্যাচে নামবেন এইচএস প্রণয়।
রাত ১২টা ১৮ মিনিট: বক্সিংয়ে ছেলেদের ৭১ কেজি বিভাগের 💫প্রি-কোয়ার্টারে নামবেন নিশান্ত দেব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।