ক্যাপ্টেন হিসেবে আইপিএলে চূড়ান্ত সফল রোহিত শর্মা। ভারত অধিনায়ক হিসেবেও এখনও পর্যন্ত তাঁর সাফল্য নজরকাড়া। পাকাপাকিভাবে দায়িত্ব নেওয়ার আগেই নেতা হিসেবে টিম ইন্ডিয়াকে এꦚশিয়া কাপ, নিদাহাস ট্রফির মতো বহুজাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করিয়েছ🐼েন রোহিত। এবার ক্যাপ্টেন রোহিতের সামনে ফের এশিয়া কাপের চ্যালেঞ্জ। তার পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ।
সব ক্যাপ্টেনেরই আলাদা আলাদা কিছু বিশেষত্ব থাকে। রোহিতের মধ্যে কোন গুণ রয়েছে, তা অকপটভাবে জানালেন একদা ত𒊎াঁর নেতৃত্বে মাঠে নামা পার্থিব প্যাটেল। এক্ষেত্রে তিনি আবেশ খানের উদাহরণ পেশ করে ইঙ্গিত করেন যে, ক্যাপ♔্টেন হিসেবে রোহিত দলের ক্রিকেটারদের সমর্থন করেন ব্যর্থতার সময়েও। চার-পাঁচটা ম্যাচে ডাহা ফেল করলেও হিটম্যান আস্থা হারান না ক্রিকেটারদের উপর।
নিজের ইউটিউব চ্যানেলে পার্থিব বলেন,𓂃 ‘আমিไ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের নেতৃত্বে খেলেছি। একটা বিষয় উপলব্ধি করেছি যে, ও সবসময় অফ ফর্মে থাকা ক্রিকেটারের পাশে থাকে। যারা পারফর্ম করতে পারছে না, তাদের সমর্থনে প্রকাশ্যেই কথা বলে। এমনকি সাংবাদিক সম্মলনেও তাঁদের হয়ে কথা বলতে দেখা যায় ওকে। আবেশ খানের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি। চারটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও রোহিত ওকে সমর্থন করেছে। তার পরেই ও ম্যান অফ দ্য ম্যাচের পারফর্ম্যান্স উপহার দিয়েছে।’
আরও পড়ুন:- CSA 🔜T20 League: দল গঠনের শুরুতেই চমক, বাটলার-মিলারদের জালে তুলল পার্ল রয়্যালস
পার্থিব আরও বলেন, ‘রোহিত পরিস্থিতি অনুযায়ী তাৎ𒊎ক্ষণিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী। আগে থেকে কিছু স্থির করে রাখে না। জটিল পরিস্থিতিতে ও সেই সময়ের উপযো🥃গী সিদ্ধান্ত নেয়, যেটা আইপিএলে ওর ক্যাপ্টেন হিসেবে সফল হওয়ার প্রধান কারণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।