২০২১ কোভিড অতিমারির সময় পিএম কেয়ারে ৫০,০০০ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন কেকেআর পেসার প্যাট কামিন্স। কোভিডের বিরুদ্ধে ভা⛎রতের লড়াইয়ে শামিল হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্য ক্রিকেটারদেরও আহ্বান জানিয়েছিলেন কামিন্স। অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের সেই টুইট চলতি বছর ভারতে সবচেয়ে বেশিবার রিটু༒ইট হয়েছে। সদ্য প্রকাশিত গোল্ডেন টুইটস অফ ২০২১ সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
চলতি বছর করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ প্রভাবে বিধ্বস্𝓰ত হয়ে পড়েছিল ভারত। ২০২১ আইপিএলের প্রথম পর্বে অংশ নিতে এই দেশেই ছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার প্যাট কামিন্স। অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ে শামিল হয়ে উজ্জ্বল নজির স্থাপন করেন অজি পেসার। কামিন্সের 🦹করা টুইটটিই চলতি বছরে সবচেয়ে বেশি রিটুইট পাওয়া টুইটারের শিরোপা পেয়েছে।
২০২১ সালে সবচেয়ে লাইক পাওয়া টুইটটি অবশ্য বিরাট কোহলির দখলে রয়েছে। কন্যা ভামিকার ভূমিষ্♕ঠ হওয়ার সংবাদ জানিয়ে টুইট করেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক।
বিরাটের করা টুইটটি ৫৩৮,২০০টি লাইক পেয়েছে। গতবছর অর্থাৎ ২০২০ সালেও সবচেয়ে বেশি লাইক পাওয়া টুইট করেছিলেন বিরাট। সেবার স্ত্রী অনুষ্কা শর্মার অন্তঃসত্ত্বা হওয়ার𝓀 খবর অনুরাগীদের জানিয়েছিলেন কোহলি।
খেলাধূলার দুনিয়ার সবচেয়ে বেশি রিটুইট হয়েছে ‘ফিনিশার’ ধোনির প্রশংসা জানিয়ে করা বির🐈াটের টু🌄ইট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।