ছবির মতো সাজানো স্টেডিয়াম। এশিয়ান গেমসের জন্যই তৈরি 🌠করা হয়েছে বলে গ্যালারি থেকে ড্রেসিংরুম, সব কিছুই ঝাঁ-চকচকে। গাঢ় সুবজ ঘাস ও নতুন রংয়ের প্রলেপে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনলজি পিংফেং ক্রিকেট গ্রাউন্ডকে।
দৃষ্টিনন্দন স্টেডিয়ামে ম্যাচ খেলা যতটা মজার হতে চলেছে ক্রিকেটারদের কাছে, তার থেকেও উত্তেজক হবে ক্রিকেটপ্রেমীদের খেলা দেখা। কেননা এশিয়ান গেমসের জন্য নবনির্মিত এই মাঠে পিচ থেকে বা💛উন্ডারির দৈর্ঘ্য এতই ছোট যে, বড় দলের খেলা হলে ঝুড়ি ঝুড়ি রান ওঠা নিশ্চিত। এই মাঠে ছেলেদের টি-২০ ক্রিকেটে আড়াইশো রান ওঠা নিতান্ত সাধারণ ঘটনা মনে হতে পারে। এমনকি ৩০০ রান উঠতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
রিঙ্কু সিংদের ছক্কায় বল ♌ঘনঘন স্টেডিয়ামের বাইরে যাবে নিশ্চিত। এটাও নিশ্চিত যে, বড় দলের খেলায় দরকার হবে প্রচুর বলের। ঝেজিয়াং ইউনিভার্সিটির এই মাঠটির আকার অদ্ভুত রকমের। পুরোপুরি ডিম্বাকার নয়। বরং অফ-লেগের দু'দিকটা কিছুটা চাপা, অর্থাৎ ভিতরের দিকে ঢুকে এসেছে। এশিয়ান গেমসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী মাঠটি লম্বায় ১৫০ মিটার এবং চওড়ায় ১২০ মিটার দৈর্ঘ্যের। অর্থা🥂ৎ, মাঝামাঝি জায়গায় অবস্থিত পিচ থেকে লংয়ে বাউন্ডারির দৈর্ঘ্য ৭০-৮০ মিটার হওয়াও মুশকিল। থার্ডম্যান বা ফাইনলেগ বাউন্ডারির দৈর্ঘ ৬৫ মিটারেরও কম হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, পাশাপাশি👍 অবস্থিত চারটি পিচের একেবারে ধারের বাইশগজে খেলা হলে একদিকের সাইড বাউন্ডারি ৫০ মিটার হয়ে দাঁড়াতে পারে। সুতরাং, প্রতি ম্যাচে সাইড বাউন্ডারিতে ꧅ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে।
স্টেডিয়ামের একদিকে ছোট আকারের গ্যালারি রয়েছে। বাকেট চেয়ারে বসে খেলা দেখতে 𓂃পারবেন ১৩৪৭ জন দর্শক। যদিও ভিআইপি বক্সে বসে খেলা দেখতে 𒅌পারবেন বেশ কিছু মানুষ। জিমনেশিয়াম থেকে কনফারেন্স রুম, সব কিছুই অত্যাধুনিক। মাঠের চার কোণে চারটি বাতিস্তম্ভে রয়েছে ফ্লাডলাইট। রয়েছে ইলেক্ট্রনিক স্কোরবোর্ডও।
মাঠের নিকাশি ব্যবস্থাও দুর্দান্ত। বৃষ্টিতে ম্যাচ থমকে যেতে 🥀পারে, তবে ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম। কেননা বৃষ্টি থামলে ১০ মিনিটের মধ্যে মাঠ থেকে জল বার করে দেওয়া যাবে। তাছাড়া ছোট মাঠ পღুরোপুরি ঢেকে ফেলাও অসম্ভব নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।