সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত মাইলস্টোন পীযূষ চাওলার। যদিও অভিজ্ঞ স্পিনারের নজির গড়ার দিনে সৌরাষ্ট্রের কাছে ম্যাচ হারতে হয় তাঁর দল গুজরাট✨কে। ব্যাট হাতে এই ম্যাচেই নজর কাড়েন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য তারকা চেতেশ্বর পূজারা।
ইন্দোরে এলিট-ডি গ্রুপের ম্যাচে সম্মꦉুখসমরে নামে সৌরাষ্ট্র ও গুজরাট। এই ম্যাচে জোড়া উইকেট নেওয়ার সুবাদে প্রথম বোলার হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচেই ২টি উইকেট নিয়ে মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিতে পরিণত হন জয়দেব উনাদকাট।
পীয🐈ূষ এই ম্যাচে আউট করেন শেল্ডন জ্যাকসন ও পার্থ চৌহানকে। ফলে মুস্তাক আলিতে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১টি। উনাদকাট এই ম্যাচে তুলে নেন প্রিয়ঙ্ক পাঞ্চাল ও চিরাগ গান্ধীর উইকেট। ফলে সৈয়দ মুস্তাক আলিতে তাঁর সার্বিক উইকেট সংখ্যা দাঁড়ায় ৯৫টি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সিদ্ধার্থ কউল। তিনি জাতীয় টি-২০ টুর্নামেন্টে ৯৪টি উইকেট নিয়েছেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট ২০ ওভারে ✃৭ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। চিরাগ গান্ধী ৬৩, উরভিল প্যাটেল ৪০, রিপল প্যাটেল♔ ১৭, প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৬ ও সৈরভ চৌহান ১০ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। পূজারা দলের হ🌠য়ে সব থেকে বেশি ৩৮ রান সংগ্রহ করেন। ২৭ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া সামর্𝔍থ ৩৩, পার্থ চৌহান ২৫ ও শেল্ডন জ্যাকসন ১৫ রান করেন। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে সৌরাষ্ট্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।