ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিমীত ওভꦦারের সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন দুই ভারতীয় তারকা। খেতাবের লড়াইয়ে টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটারক🐠ে জোর টক্কর দেবেন এক কিউয়ি তারকা।
জানুয়ারি মাসের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন শুভমন গিল, মহম্মদ সিরাজ ও ডেভন কনওয়ে। মেয়েদের ব🌺িভাগে জানুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দুই অজি তারকা বেথ মুনি ও ফোব লিচফিল্ড। তাঁদেরকে নিশ্চিতভাবেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে 🍨দেবেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন গ্রেস ক্রিভেন্স।
শুভমন গিল: জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে গিল সাকুল্যে ৫৮ রান সংগ্রহ 💟করেন। তৃতীয় ম্যাচে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনি যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে গিল যথাক্রমে ২০৮, অপরাজিত ৪০ ও ১১২ রান সংগ্রহ করেন। যদিও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টি-২০ ম্যাচে তিনি ১৮ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।
মহম্মদ সিরাজ: জানুয়ার♎ি মাসে সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ৯টি উইকেট সংগ্রহ করেন। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ওয়ান ডে ম্য়াচে তিনি সাকুল্যে ৫টি উইকেট পকেটে পোরেন।
ডেভন কনওয়ে: জানুয়ারি মাসে তিন ফর্ম্যাট মিলিয়ে ১০টি আন্তর্জাতিক ইনিংসে ব্যাট করতে নামেন কনওয়ে। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। ডেভন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২২ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ১০১ ও ৫২ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ডেভন ১৩৮ রান করেন। শেষে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কনওয়ে ৫২ রান সংগ্♛রহ করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।