বেঙ্🔴গালুরুতে দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। বেশ চাপেই রয়েছে পশ্চিমাঞ্চল। এই𓄧 ম্যাচে আক্রমণাত্মক ব্যাটার পৃথ্বী শ ব্যক্তিগতভাবে ৬৫ রান করেছেন। শ দীর্ঘদিন ধরেই নিজের খারাপ ফর্মের জন্য ভুগছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে বিশেষ কিছু করতে পারেননি তিনি। কয়েকটি ম্যাচ তাঁকে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। সেই পরিস্থিতিতে এইরান অনেকটা স্বস্তি দিয়েছে তাঁকে।
দলীপ ট্রফির পর ২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি। সেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। স্বাভাবিকভা🎐বেই সেখানে জায়গা পেয়েছেন পৃথ্বী শ। তবে তিনি দেওধর ট্রফি খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। আগামী ৪৫ দিন তিনি ইংল্যান্ডে থাকবেন।
২৩👍 বছর বয়সী এই আক্রমণাত্মক ব্যাটার ২০২১ সালের শেষবার ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তারপর থেকে ঘরোয়া মরশুম খেলছেন তিনি। সোমবার দেওধর ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করে পশ্চিমাঞ্চল। সেখানে দলের সদস্য হয়েছেন পৃথ্বী। তবে তিনি দেওধর ট্রফি খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। আগামী দেড় মাস তিনি নিজের ফর্ম পুনরুদ্ধারের জন্য ইংল্যান্ডে যাবেন কাউন্টি খেলতে। পৃথ্বী জানিয়েছেন, 'আমার মনে হয় না আমি দেওধর ট্রফি খেলতে পারব। কারণ আমি কাউন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে যাব। নর্দাম্পটনশায়ারের হয়ে ম্যাচ খেলব আমি। আমার প্রথম ম্যাচ শুরু হবে ১৯ জুলাই থেকে।'
💙তাঁর এই সিদ্ধান্তের পিছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, '𒁃আমি মনে করি কাউন্টি ক্রিকেটে খেলা একটি ভাল অভিজ্ঞতা হতে চলেছে। আমি এর আগে ইংল্যান্ডে খেলেছি। তবে এই কাউন্টি পর্যায়ে খেলিনি। অজ্জু দাদা (অজিঙ্কা রাহানে) ও আরও অনেক ভারতীয় ক্রিকেটার সেখানে খেলেছে। আমি ওখানে মোট আটটি ম্যাচ খেলব। যার মধ্যে ছয়টি একদিনের ম্যাচ। কয়েকটি প্রথম-শ্রেণীর ম্যাচ রয়েছে। তবে অক্টোবরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে আমি অবশ্যই ভারতে ফিরে আসব।'
দলীপ ট্রপির ফাইনালে ১০১ বল খেলে ৬৫ রান করেছেন পৃথ্বী। এই সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন🌞, 'চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচে ব্যাট করা সহজ ছিল না। তাই আমি সময় নিয়ে ব্যাট করি। যেইসব বলগুলি মারার মতো ছিল আমি সেগুলিকেই বেছে বাউন্ডারি মেরেছি। আমি যখন আপার কাট মেরে আউট হই তখন খেয়াল করিনি যে থার্ডম্যানে ফিল্ডার আছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।