ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন। 🎀কিন্তু তাতেও স্বপ্নপূরণ হল না। অল্পের জন্য অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপের পোডিয়ামে উঠতে পারলেন না ভারতের প্রিয়া মোহন। মহিলাদের ৪০০ মিটার ফাইনালে চতুর্থ হলেন তিনি। তবে নিজের কেরিয়ারের সেরা সময় করেন - ৫২.৭৭ সেকেন্ড।
শনিবার কেনিয়ার নাইরোবিতে মহিলাদের ৪০০ মিটারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রিয়া অবশ্য কখনও প্রথমে তিনের মধ্যে ছিলেন না। তারইমধ্যে ক্রমশ এগিয়ে যেতে থাকেন পোল্যান্ডের কর্ন෴েলিয়া লিজিউইজক। শেষ ১০০ মিটার শুরুর আগে মনে হয়েছিল যে পোল্যান্ডেই সোনা যাচ্ছে। কিন্তু অন্য পরিকল্পনা ছিল নাইজেরিয়ায় ইমাওবঙ্গের সি উকোর (৫১.৫৫ সেকেন্ড)। শেষবেলায় গতি বাড়িয়ে সোনা ছিনিয়ে নেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেন পোলিশ অ্যাথলিট (৫১.৯৭ সেকেন্ড)। তৃতীয় হন কেনিয়ার সিলভিয়া চেল্যাংগেট (৫২.২৩ সেকেন্ড)। কিছুটা পিছিয়ে চতুর্থ স্থানে শেষ করেন প্রিয়া। যিনি ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দলক🤪ে ব্রোঞ্জ জিতিয়েছিলেন।
ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু তাতেও স্বপ্নপূরণ হল না। অল্পের জন্য অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপের পোডিয়ামে উঠ♛তে পারলেন না ভারতের প্রিয়া মোহন। মহিলাদের ৪০০ মিটার ফাইনালে চতুর্থ༺ হলেন তিনি। তবে নিজের কেরিয়ারের সেরা সময় করেন - ৫২.৭৭ সেকেন্ড।
শনিবার কেনিয়ার নাইরোবিতে মহিলাদের ৪০০ মিটারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রিয়া অবশ্য কখনও প্রথমে তিনের মধ্যে ছিলেন না। তারইমধ্যে ক্রমশ এগিয়ে যেতে থাকেন পোল্যান্ডের কর্নেলিয়া লিজিউইজক। শেষ ১০০ মিটার 🦄শুরুর আগে মনে হয়েছিল যে পোল্যান্ডেই সোনা যাচ্ছে। কিন্তু অন্য পরিকল্পনা ছিল নাইজেরিয়ায় ইমাওবঙ্গের সি উকোর (৫১.৫৫ সেকেন্ড)। শেষবেলায় গতি বাড়িয়ে সোনা ছিনিয়ে নেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেন পোলিশ অ্যাথলিট (৫১.৯৭ সেকেন্ড)। তৃতীয় হন কেনিয়ার সিলভ🥀িয়া চেল্যাংগেট (৫২.২৩ সেকেন্ড)। কিছুটা পিছিয়ে চতুর্থ স্থানে শেষ করেন প্রিয়া। যিনি ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দলকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন।|#+|
তাৎপর্যপূর্ণভাবে শনিবারের মহিলাদের ৪০০ মিটার ফাইনালে প্রথম চার ༒অ্যাথলিট নিজেদের কেরিয়ারের সেরা সময়ౠ করেন। ষষ্ঠ স্থানে শেষ করা এল্লা ক্লেটনেরও কেরিয়ারের সেরা দৌড়ের সাক্ষী থাকে নাইরোবি।
শনিবার সকালেই ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জেতেন অমিܫত খাতরি। রুপো জিতলেও সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল অমিতের সামনে। শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত শীর্ষে ছিলেন অমিত। কিন্তু শেষ দুটি ল্যাপে তাঁকে টপকে যান কেনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। সেইসময় জলপানের বিরতি নিয়েছিলেন অমিত। যে সিদ্ধান্ত নিয়ে কিছুটা আক্ষেপ আছে ক্রীড়া মহলের। শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জিতে নেন হেরিংস্টোন। অন্যদিকে, ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ। সোনা এবং ব্রোঞ্জজয়ী নিজেদের কেরিয়ারের সেরা সময় করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।