আবুধাবির মাঠে হღজরতউল্লাহ জাজাইয়ের স্বপ্নের দৌড় অব্যহত। এলিমিনেটরের পরে ফের তাঁর ব্যাট ভর করেই মুলতান সুলতানসের বিꦉরুদ্ধে এ বছরের পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফাইনালে নিজেদের জায়গা পাকা করল পেশোয়ার জালমি। দু'বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে আট উইকেটে পরাস্ত করেন শোয়েব মালিকরা।
ম্যাচের প্রথম ওভারেই ফর্মে থাকা উসমান খোওয়াজার (১) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইসলামাবাদ। দ্বিতীয় ওভারে মহম্মদ একলাককে (৫ বলে ৭ রান) হারিয়ে চাপ আরও বাড়ে। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা কলিন মুনরো (২৯ বলে ৪৪) দলের পরিস্থিতি সামলে দলকে ভাল রানের দ𒁃িকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে ওয়াহাব রিয়াজ ও উমায়েদ আসিফের বোলিংয়ের সুবাদে ইসলামাবাদের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অবশেষে নয় ন𝓰ম্বরে নামা হাসান আলির (১৬ বলে ৪৫) ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত বিশ ওভার শেষে জালমির স💖ামনে ১৭৫ রানের লক্ষ্য রাখে ইসলামাবাদ। রিয়াজ ও আসিফ জালমির হয়ে দু'টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে থাকা জাজাইয়ের সুবাদে ফের ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় জালমি। ছয়টি চার ও চারটি ছক্কার সুবাদে নিজের ৪৪ꦗ বলে ৬৬ রানের ইনিংসে চেনা ছন্দে ইসলামাবাদ বোলারদের মাঠের বাইরে পাঠান তিনি।
জাজাইকে যোগ্য সঙ্গ দেন জনাথন ওয়েলস। ছয়টি চার ও তিনটি ছক্কার সুবাদে ম্যাচ শেষে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। সাত রানে জাজাইকে সাজঘরে ফেরানোর সুযোগ নষ্ট করলেও অবশেষে যখন আফগান ব্যাটসম্যাꦆন আউট হন, ততক্ষণে ম্যাচ প্রায় জালমির দখলে। তিনি ফিরে গেলে অভিজ্ঞ শোয়েব মালিক একই ভঙ্গিমায় ১০ বলে ৩২ রান করে তিন ওভারেরও বেশি বাকি থাকতে ম্যাচ নিজেদের নামে করেন।
হাসান আলি ও ওয়াসিম একটি করে উইকেট পেল🅺েও তাঁরা দুজনেই ওভারপিছু ১০-র বেশি হারে রান দেন। স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্🌊কার জিতে নেন জাজাই। বৃহস্পতিবার (২৪ জুন) মুলতানের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে জালমি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।