আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়ার বর্তমান আধিপত্যের পিছনে রাহুল দ্রাবিড়ের ভূমিকার কথা অস্বীকার করতে পারবেন না কেউই। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ও ভারতীয়-এ দলের কোচ হিসেবে দ্রাবিড় টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চটাকে এতটাই শক্তিশালী করে দিয়েছেন যে, তারকাদের অনুপস্থিতিতেও ভারতীয় দলকে 🎀মোটেও দুর্বল দেখায় না। তার আদর্শ উদাহরণ মেলে অস্ট্রেলিয়া সফরেই।
গিল-পন্ত-ওয়াশিংটনদের উত্থানের পিছনে দ্রাবিড়ের কতবড় হাত রয়েছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এই অবস্থায় ক্রিকেট বিশ্বে ভারতের ছড়ি ঘো♏রানের কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না গ্রেগ চ্যাপেলের সামনে। প্রাক্তন অজি অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন হে🐭ড কোচ চ্যাপেল স্পষ্ট স্বীকার করে নেন যে, ভারত এই মুহূর্তে অস্ট্রেলিয়ার থেকে অনেক এগিয়ে এবং সেটা রাহুল দ্রাবিড়ের জন্য। যদিও এক্ষেত্রে মাথা নোয়াতে চাইলেন না তিনি। কারণ, ঘুরিয়ে চ্যাপেল দাবি করেন যে, দ্রাবিড় অস্ট্রেলিয়ার ফর্মুলা নকল করেই ভারতকে শক্তিশালী করেছেন।
cricket.com.au-এর সঙ্গে আলোচনার সময় চ্যাপেল বলেন, ‘ভারত সবকিছুকে একজোট করতে পেরেছে এবং তার বড় কারণ দ্রাবিড় আমাদের ক্রিকেটমস্তিষ্ক গ্রহণ করেছে। আম🐎রা যেটা করি তা দেখে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ও সেটাই প্রয়োগ করেছে।’
চ্যাপেল আরও বলেন, ꦏ‘প্রতিভা চিহ্নিত করে তাদের পরিচর্যার ক্ষেত্রে আমরা নিজেদের জায়গা হারিয়েছি। ভারত আমাদের থেকে সেটা ভালো করছে। এমনকি সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডও সেটা আমাদের থেকে ভালো করে দেখাচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।