আক্ষরিক অর্থেই সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির ছড়াছড়ি। অভাব নেই ডাবল সেঞ্চুরিরও। ইডেনে ঝাড়খণ্ড বনাম নাগাল্যান্ড রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে রীতিমতো রানের বন্যা। উল্লেখযোগ্য বিষয় হল, বাউন্ডারির পাশাপাশি ওভার-বাউন্ডারির꧒ও ফুলঝুরি ফোটে এই ম্যাচে। চারের পাশাপাশি ছক্কাও নিছক কম হয়নি। চো♊খ রাখা যাক এই ম্যাচ সংক্রান্ত হাফ-ডজন গুরুত্বপূর্ণ তথ্যে।
১. প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে ঝাড়খণ্ড (৮৮০+৪১৭) মোট ১২৯৭ রান তোলে, যা প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ম্যাচে কোনও দলের করা তৃতীয় সর্বোচ্চ রান। রেকর্ড রয়েছে বম্বের (মুম্বই) দখলে। ১৯৪৮-৪৯ মরশুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে তারা দুই ইনিংস মিলিয়ে ১৩৬৫ রান সংগ্রহ করেছিল। তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বম্🧔বের নাম। তারা ১৯৯০-৯১ মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধে ১৩০১ রান তুলেছিল দুই ইনিংস মিলিয়ে।
২. প্রথম ইনিংসের লিড ও দ্বিতীয় ইনিংসের স্কোর মিলিয়ে (৫৯১+৪১৭) ঝাড়খণ্ড নাগাল্যান্ডের থেকে এগিয়ে থাকে ১০০৮ রানে। এই প্রথম কোনও দল ফার্স্ট ক্লাস ক্রিকেটের দ্বিতী꧒য় ইনিংসে এক হাꦉজার বা তারও বেশি রানে এগিয়ে থাকে।
৩. ম্যাচের তিনটি ইনিংস মিলিয়ে সেঞ্চুরি হয়েছে ৫টি, যার মধ্যে এ♛কটি ডাবল সেঞ্চুরি😼। হাফ-সেঞ্চুরি হয়েছে ৫টি। সুতরাং, মোট ১০ জন ব্যাটসম্যান ম্যাচে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে গিয়েছেন।
৪. কুমার কুশাগ্র ১৭ বছর ১৪১ দিন বয়সে ডাবল সেঞ্চুরি𝐆 করেন। রঞ্জিতে সব থেকে কম বয়সে দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেন তিনি। তাছাড়া সব থেকে কম বয়সে ফার্স্ট ক্লাস ক্রিকেট🤡ে ২৫০ রানের গণ্ডি টপকানোর নিরিখে বিশ্বরেকর্ড গড়েন কুশাগ্র। তিনি ভেঙে দেন প্রাক্তন পাক অধিনায়র জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।
৫. ম্যাচের🤪🅰 ৩টি ইনিংস মিলিয়ে ব্যাটসম্যানরা চার মেরেছেন ১৯৭টি। ছক্কা দেখা গিয়েছে মোট ২৪টি।
৬. ম্যাচে হাফ-সেঞ্চুরি, সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির তালিকা:-
ঝাড়খণ্ডের প্রথম ইনিংস: (৮৮০/১০)
কুমার সূরজ- ৬৬ (১১টি চার ও ১টি ছক্কা)
বিরাট সিং- ১০৭ (১৩টি চার)
কুমার কুশাগ্র- ২৬৬ (৩৭টি চার ও ২টি ছক্কা)
অনুকূল রায়- ৫৯ (৭টি চার)
শাহবাজ নদিম- ১৭৭ (২২টি চার ও ১টি ছক্কা)
রাহুল শুক্লা- অপরাজিত ৮৫ (৭টি চার ও ৬টি ছক্কা)
নাগাল্যান্ডের প্রথম ইনিংস: (২৮৯/১০)
চেতন বিস্ট- অপরাজিত ১২২ (১৩টি চার ও ১টি ছক্কা)
ঝাড়খণ্ডের দ্বিতীয় ইনিংস: (৪১৭/৬ ডিক্লেয়ার)
উত্কর্ষ সিং- ৭৩ (৯টি চার)
অনুকূল রায়- ১৫৩ (১৪টি চার ও ৭টি ছক্কা)
কুমার কুশাগ্র- ৮৯ (৯টি চার ও ৩টি ছক্কা)
নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি। দুই অধিনায়কের সম্মতিতে পঞ্চম দিনে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে থ൩াকার সুবাদে ঝাড়খণ্ড কোয়ার্টার ফাইন💫ালে জায়গা করে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।