বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Haryana vs Bengal: ১৬৩ শেষ হরিয়ানার ইনিংস, আকাশ দীপের শিকার ৫ উইকেট

Ranji Trophy Haryana vs Bengal: ১৬৩ শেষ হরিয়ানার ইনিংস, আকাশ দীপের শিকার ৫ উইকেট

লাহিলের চৌধুরি বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে দারুণ শুরু করেছে বাংলা। ম্যাচের প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলা তুলেছে ৩৩৫ রান। ১৯৩ বলে অপরাজিত ১৩৭ রান করে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। ঈশ্বরণ করেছেন ৫৭ রান। এক রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন অভিষেক পোড়েল। হার্ষাল প্যাটেল তিনটি উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় দিনে বাংলা তোলে ৪১৯ রান। জবাবে ১৬৩ রানেই শেষ হরিয়ানার ইনিংস। ১০০ রানে ৯ উইকেট হারানোর পরে শেষ উইকেটে ৬৩ রান তুলল হরিয়ানা। সুমিত ৭৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন, রান আউট হলেন অমন। ইনিংসে পাঁচ উইকেট নিলেন আকাশ দীপ। ইশান পোড়েল নিলেন ২টি উইকেট, একটি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামানিক। ২৫৬ রান পিছিয়ে রয়েছে হরিয়ানা। এর সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষ।

দুরন্ত আকাশ দীপ শিকার করলেন হরিয়ানার পাঁচ উইকেট

ꦡবাংলা বনাম হরিয়ানা ম্যাচে অ্যাডভান্টেজ বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৩৩৫/৬ রান। এখন দেখা দ্বিতীয় দিনে ম্যাচের গতি কোন দিকে যায়।

18 Jan 2023, 05:06 PM IST

ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ

ꦬপ্রথম দিনেও চালকের আসনে ছি বাংলা, দ্বিতীয় দিনেও চালকের আসনে রইল মনোজ তিওয়ারির। তবে প্রথম দিনে ম্যাচের নায়ক ছিলেন অনুষ্টুপ মজুমদার অন্যদিকে দ্বিতীয় দিনে ম্যাচের নায়ক হলেন আকাশ দীপ। এদিন তিনি শিকার করলেন হরিয়ানার পাঁচটি উইকেট। মাত্র ১০০ রানের মধ্যেই নয়টি উইকেট হারিয়েছিল হরিয়ানা। যার মধ্যে পাঁচ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ।  

18 Jan 2023, 04:58 PM IST

১৬৩ রানেই শেষ হরিয়ানা

💛১৬৩ রানেই শেষ হরিয়ানার ইনিংস। ১০০ রানে ৯ উইকেট হারানোর পরে শেষ উইকেটে ৬৩ রান তুলল হরিয়ানা। সুমিত ৭৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন, রান আউট হলেন অমন। ইনিংসে পাঁচ উইকেট নিলেন আকাশ দীপ। ইশান পোড়েল নিলেন ২টি উইকেট, একটি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামানিক। ২৬৩ রান পিছিয়ে রয়েছে হরিয়ানা। এর সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষ। 

18 Jan 2023, 04:39 PM IST

১৫০ টপকাল হরিয়ানা

𓃲১০ নম্বর উইকেটে ৫০ রানের পার্টনারশিপ করলেন সুমিত ও অমন। বিস্ফোরক ইনিংস খেলছেন সুমিত। সুমিত করেছেন ৫৯ রান ও অমনের সংগ্রহ চার রান। 

18 Jan 2023, 04:34 PM IST

৫০ করলেন সুমিত কুমার

✅অর্ধশতরান করলেন হরিয়ানার সুমিত কুমার। শেষ উইকেটে দারুণ খেলছে হরিয়ানা। ৪৮ ওভারে তাদের স্কোর ১৪৪/৯ রান। শেষ উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছে সুমিত ও অমন কুমার।

18 Jan 2023, 04:19 PM IST

৪৫ ওভার হরিয়ানার স্কোর ১১৯/৯

😼চাপের মধ্যে রয়েছে হরিয়ানা। মনোজ তিওয়ারিরাও হরিয়ানার আর একটা উইকেট তুলে নেওয়ার চেষ্টা করছে। শেষ উইকেটে ১৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অমন আর সুমিত।

18 Jan 2023, 04:02 PM IST

আবার আউট

ꦉম্যাচে নিজের পঞ্চম উইকেট শিকার করলেন আকাশ দীপ। ১০০ রানে ৯ নম্বর উইকেট হারাল হরিয়ানা। 

18 Jan 2023, 03:52 PM IST

আউটটট

🎀১৪ রানে আউট হলেন অমিত রানা। ৯৯ রানে ৮ নম্বর উইকেট হারাল হরিয়ানা। প্রদীপ্ত প্রামানিক আউট করলেন অমিতকে। ফলো অন এড়াতে হলে হরিয়ানার এখনও প্রয়োজন 

18 Jan 2023, 03:26 PM IST

ফের আউটটট

ꦰহার্ষাল প্যাটেলকে ফেরালেন ইশান পোড়েল। ৩ বলে ১ রান করে প্রামানিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হরিয়ানারা অধিনায়ক হার্ষাল প্যাটেল। হরিয়ানার স্কোর ৮২/৭ রান।

18 Jan 2023, 03:21 PM IST

আউটটটট

🅺হিমাংশু রানাকে আউট করে দিনের প্রথম উইকেট পেলেন মুকেশ কুমার। LBW আউট হলেন হিমাংশু। হরিয়ানার ষষ্ঠ উইকেটের পতন হয়েছে। ৮১ রানের মধ্যে ৬ উইকেট শিকার করল বাংলা।

18 Jan 2023, 03:18 PM IST

৩৪ ওভার হরিয়ানার স্কোর ৭৯/৫

꧟৩৪ ওভারের শেষে হরিয়ানার স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ৭৯ রান। চারটি উইকেট আকাশ দীপ শিকার করার পরে একটি উইকেট পেয়েছেন ইশান পোড়েল। রোহিত শর্মাকে ২ রানে আউট করেছিলেন পোড়েল। 

18 Jan 2023, 02:39 PM IST

হরিয়ানা ৩০ ওভারে ৬৯/৪

🌱রানা ১৩ রান করে ক্রিজে রয়েছেন, রোহিত ১৭ বল খেলে ২ রান করে ক্রিজে রয়েছেন। ৬৯ রানে চার উইকেট হারিয়েছে হরিয়ানা। চারটি উইকেট শিকার করেছেন আকাশ দীপ।

18 Jan 2023, 02:14 PM IST

ফের উইকেট নিলেন আকাশ দীপ

ไএদিনের ম্যাচে চতুর্থ উইকেট শিকার করলেন আকাশ দীপ। নিশান্ত সিন্ধুকে ৬ রানে ফেরালেন আকাশ। ২৫.২ ওভারে হরিয়ানার স্কোর ৫৩/৪ রান।

18 Jan 2023, 01:57 PM IST

আবার আউট… 

🍸আবার সাফল্য পেলেন আকাশ দীপ। এবার চৈতন্য বিষ্ণোইকে ফেরালেন বাংলার বোলার। ৪৫ রানের মধ্যে নিজেদের তৃতীয় উইকেট হারাল হরিয়ানা। আকাশ দীপের তৃতীয় সাফল্য।  

18 Jan 2023, 01:55 PM IST

আবার উইকেট পেল বাংলা

ജদলের ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল হরিয়ানা। ২১.২ ওভারে অঙ্কিত কুমারকে ফেরালেন আকাশদ্বীপ। বাংলারে বোলার আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে আউট হলেন অঙ্কিত কুমার। 

18 Jan 2023, 01:47 PM IST

মাঠে নামলেন অঙ্কিত কুমার

𝕴যুবরাজ সিং আউট হওয়ার পরে মাঠে নামলেন হরিয়ানার ব্যাটার অঙ্কিত কুমার।

18 Jan 2023, 01:43 PM IST

আউটটটট

♊৬০ বলে ১৪ রান করে আকাশ দীপের বলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন যুবরাজ। হরিয়ানার স্কোর ১৯.৫ ওভারে ৪২/১ রান।   

18 Jan 2023, 01:36 PM IST

১৮ ওভার হরিয়ানা ৩৯/০

🗹যুবরাজ ৫৪ বলে ১১ রান ও বিষ্ণোই ৫৪ বলে ২৭ রান করে ক্রিজে রয়েছেন। অন্যদিকে মুকেশ কুমার ও ইশান পোড়েলকে রেস্ট দিয়ে দুই প্রান্ত থেকে বল করছেন আকাশ দীপ  ও মনোজ তিওয়ারি। 

18 Jan 2023, 01:15 PM IST

১৩ ওভার হরিয়ানা ১৯/০

ﷺ১৩ ওভারে ১৯ রান, খুব স্লো শুরু করল হরিয়ানা। যুবরাজ পাঁচ রান ও বিষ্ণোই ১৩ রান করে ক্রিজে রয়েছেন। ইশান ও মুকেশ এখনও পর্যন্ত বেশ কিছু মেডেন ওভার নিয়েছেন।

18 Jan 2023, 01:04 PM IST

সহজ ক্যাচ মিসসসস

🐻৫ রানে আউট হতে পারতেন যুবরাজ। ম্যাচের ১০.৫ ওভারে মুকেশ কুমারের বলে ক্যাচ তুলে ছিলেন হরিয়ানার যুবরাজ, কিন্তু সেই সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হন বাংলার ফিল্ডাররা। ফলে প্রথম উইকেট পেতে পেতেও পেল না বাংলা।  এই সময়ে স্কোর বোর্ডে হরিয়ানার রান ছিল ১৯/০ রান।

18 Jan 2023, 12:54 PM IST

৯ ওভার হরিয়ানা ১৮/০

ℱএখনও হরিয়ানার উইকেট তুলতে পারল না বাংলা। মুকেশ কুমার, ইশান পোড়লরা হরিয়ানার রানের গতিকে ধরে রাখলেও এখনও উইকেট তুলতে সফল হয়নি। যুবরাজ করেছেন ২৫ বলে ৫ রান। বিষ্ণোই ২৯ বলে ১২ রান করে ক্রিজে রয়েছেন।

18 Jan 2023, 12:41 PM IST

লাঞ্চের পরের খেলা শুরু

ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚশুরু লাঞ্চের পরের খেলা, হরিয়ানার স্লো শুরু করেছে। তবে রানে গতি আনতে তৈরি যুবরাজ ও বিষ্ণোই। 

18 Jan 2023, 12:00 PM IST

লাঞ্চ ব্রেক- ৬ ওভার হরিয়ানা ৮/০

⛎৬ ওভার শেষে হরিয়ানার স্কোর বিনা উইকেটে ৮ রান। ইশান পোড়েল ও মুকেশ কুমাররা দারুণ শুরু করেছেন। উইকেট না পেলেও হরিয়ানার রানে ব্রেক কষে রেখেছেন তাঁরা। যুবরাজের স্কোর ১ রান বিষ্ণোই করেছেন ৬ রান। 

18 Jan 2023, 11:37 AM IST

শুরু হল হরিয়ানার ইনিংস

﷽প্রথম ইনিংসে বাংলা তুলেছে ৪১৯ রান। এবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামল হরিয়ানা। যুবরাজ ও বিষ্ণোই ব্যাট হাতে মাঠে নেমেছেন।

18 Jan 2023, 11:24 AM IST

৪১৯ রানে শেষ বাংলার প্রথম ইনিংস

🐠১১৩. ৪ ওভারে ৪১৯ রান তুলল বাংলা। হারাষাল প্যাটেল চারটি উইকেট নিল। অজিত তিনটি ও সুমিত ২টি উইকেট ও অমন একটি উইকেট নিল।  

18 Jan 2023, 11:02 AM IST

চারশো টপকাল বাংলা

⛦১০৯তম ওভারে চার মেরে দলের চারশো রান টপকাল বাংলা। ইশান পোড়েল চার মেরে এই মাইলফলক স্পর্শ করলেন।  

18 Jan 2023, 10:53 AM IST

আউট আকাশদ্বীপ

𒅌২২ রান করে আউট হলেন আকাশদ্বীপ। বাংলার স্কোর ৩৮৯/৯ রান।

18 Jan 2023, 10:32 AM IST

আউট অনুষ্টুপ

𒉰২৪৫ বলে ১৪৫ রান করে সুমিতের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অনুষ্টুপ মজুমদার। ১০৩.১ ওভারে ভারতের স্কোর ৩৬০/৮ রান। মাঠে নেমেছেন মুকেশ কুমার। 

18 Jan 2023, 10:18 AM IST

আউট হলেন প্রদীপ্ত প্রামানিক

ꦏ৩৭ রান করে অজিতের বলের LBW আউট হলেন প্রদীপ্ত প্রামানিক। ভারতের স্কোর ৩৫৪/৭ রান।

18 Jan 2023, 10:15 AM IST

১০০ ওভার বাংলার স্কোর ৩৫৪/৬

🗹ইনিংসের ১০০ ওভার শেষ হল। বাংলা স্কোর বোর্ডে তুলল ৩৫৪/৬ রান। অনুষ্টুপ মজুমদার ১৪০ রান ও প্রদীপ্ত প্রামানিক ৩৭ রান করে ক্রিজে রয়েছেন।

18 Jan 2023, 10:00 AM IST

৩৫০ টপকাল বাংলা

♑৯৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলল বাংলা। অনুষ্টুপ মজুমদার ১৩৮ রান ও প্রদীপ্ত প্রামানিক ৩৬ রান করে ক্রিজে রয়েছেন।

18 Jan 2023, 09:32 AM IST

শুরু হল দ্বিতীয় দিনের খেলা

🌄হার্ষাল প্যাটেল বোলিং-এর শুরু করলেন। বড় ইনিংসের দিকে বাংলা। প্রামানিক দিনের প্রথম চারটি মারলেন। এখনও পর্যন্ত ৪৪টি চার মারল বাংলা।

18 Jan 2023, 08:39 AM IST

HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত

✨বাংলা বনাম হরিয়ানা ম্যাচের প্রথম দিনে অ্যাডভান্টেজে রয়েছে বাংলা। অনুষ্টুপ মজুমদার অপরাজিত ১৩৭ রানে খেলছেন, প্রামানিক ২৩ রান করে ক্রিজে রয়েছেন। বলা যেতে পারে প্রথম দিনের খেলার পরে চালকের আসনে রয়েছে বাংলা। লাঞ্চের আগে চার উইকেট হারালেও পরে অনুষ্টুপের দুরন্ত ইনিংসে রক্ষা পেয়েছিল বাংলা। এখন দেখার হরিয়ানার সামনে বাংলা কত রানের লক্ষ্য দিতে পারে।

Latest News

♌বধূকে ‘কটূক্তি, প্রতিবাদ করায় হামলা, ইটবৃষ্টি-বাইকে আগুন’, উত্তপ্ত হল আসানসোল ꦚবিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 𒈔আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অস্বস্তিতে ৭ IPS, অবমাননার রুল জারি হাইকোর্টের 💮যেকোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি! ভূমিকম্পের পরই সতর্ক চিলি, আর্জেন্টিনা 🎃এখনও IPL কাঁপাচ্ছেন কোহলি, তাহলে কেন ছাড়লেন আন্তর্জাতিক T20? জানালেন আসল কারণ 💎একই মাসে ২ বার গতি পরিবর্তন! মে-তে বুধ বর্ষণ করবেন কৃপা, কপাল ফিরবে কাদের? 💎১৭ দিন আগে মারা গিয়েছে, মাধ্যমিকে ৬৭৪ পেয়ে 'টপার’ হল সেই থৈবি, ছবি জড়িয়ে কান্না 💖কন্যাশ্রী কাপে বিশাল জয় ইস্টবেঙ্গলের! জোড়া হ্যাটট্রিকে ৯ গোলে হারাল সেবায়নীকে ꦓবন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটকগামী রাস্তা, পর্যটকদের জন্য় কখন ছাড় থাকছে? ౠ4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন

Latest sports News in Bangla

💎AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা 🍸রবসন নয়, মোহনবাগানের প্রাইম টার্গেট জাতীয় দলের এই ডিফেন্ডার! টমের বিদায় নিশ্চিত? ⭕ইতিহাস গড়লেন ব্রুনো! Europa League Semi-তে ৩-০ জিতল ম্যান ইউ! টটেনহ্যাম ৩-১ 𝕴ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের 🧸রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি 𓃲সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল 𒁃সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর 𒈔ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI ಞএখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট 🔥Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া

IPL 2025 News in Bangla

🐭বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক ꦏ4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ဣ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ♔ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? ♛MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল ཧIPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত 🍷বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক ♈স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ 𒆙নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা 🐟টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ! পান্ডিয়ার ক্লাসে রিয়ান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ
caco88