প্রথম দিনে ভিত গড়েন যশস্বী জসওয়াল। দ্বিতীয় দিনে সেই ভিতে শক্তপোক্ত ইমারত গড়েন হার্দিক তামোরে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে উল্লেখযোগ্য অꦦবদান রাখেন শামস মুলানি। সব মিলিয়ে উত্ত♒রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জাঁকিয়ে বসেছে মুম্বই।
জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে♈ নামা মুম্বই প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৯৩ রানে।
যশস্বী প্রথম দিনেই সেঞ্চুরি 🌞করেছিলেন। তিনি ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে আউট হন। দ্বিতীয় দিনে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তামোরে। তিনি ১২টি চার ও ১টি🍨 ছক্কার সাহায্যে ১১৫ রান করে মাঠ ছাড়েন। মুলানি ৫০ রান করে আউট হন। তনুষ কোতিয়ান ২২ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- Ranji Trophy Live- মনোজ-শাহবাজের অনবদ্য লড়াই, ফের স💙্বপ্ন দেখছে বাংলা
উত্তরপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন করণ শর্মা। ১০৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন সৌরভ কুমার। এছাড়া যশ দয়াল ২টি ও শিবম মাভি ১টি উইক🐼েট নেন।
পালটা ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে। মাধব কৌশিক ১১ রানে অপরাজিত রয়েছেন। ১০ রানে ব্যাট করꦉছেন করণ। সামর্থ সি🎃ং খাতা খুলতে পারেননি। প্রিয়ম গর্গ ৩ রানে সাজঘরে ফিরেছেন। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ধাওয়াল কুলকার্নি ও তুষার দেশপান্ডে। আপাতত দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের থেকে ৩৬৮ রানে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।