আইপিএল শেষে আজ সোমবার (৬ জুন) থেকে শুরু হয়ে গেল রঞ্জি ট্রফির নক আউট পর্বে। কোয়ার্টার ফাইনালে আইপিএল তারকাসমৃদ্ধ উত্তরপ্রদেশ মুখোমুখি হচ্🦩ছে কর্ণাটকের অভিজ্ঞ দলের বিরুদ্ধে। তবে প্রথম দিনဣের খেলায় কর্ণাটকের তারকাখচিত ব্যাটিং লাইন আপ ব্যর্থ।
বেঙ্গালুরর আলুরে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় কর্ণাটকের হয়ে এ ম্যাচে মাঠে নেমেছেন মায়াঙ্ক আগরওয়াল। রবিকুমার সমর্থের সঙ্গে তিনি ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেও, ব্যাক্তিগত মাত্র ১০ রানে আউট গন মায়াঙ্ক। ম্য়াচে কোনও সময়েই মায়াঙ্ককে ফর্মে দেখায়নি। মাভির প্রথম ওভারেই তাঁর পাঁজরে বল লাগায় মাটꦆিতে শুয়ে 🧸কাতরাতে দেখা যায় মায়াঙ্ককে। এরপর সেই মাভির🐬 বলেই উইকেটকিপ𒆙ারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আরও পড়ুন:- সবুজ গালিচায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার ব্যাটিং ౠমাস্টারꦅক্লাস, প্রথম শতরান ঘরামির
করুণ নায়ার, মণীশ পান্ডের মতো অভিজ্ঞ তারকারাও বড় রান করতে পারেননি। তাঁরা যথাক্রমে ২৯ ও ২৭ রানে আউট হন। শ্রেয়স গোপাল ২৬ করেন। কর্ণাটকের এক হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সে মন্দের ভাল বলতে সামর্থের ৫৭ রানের ইনিংসই। প্রথম দিন শেষে কর্ণাটকের স্কোর ২১৩ রান সাত উইকেটের বিনিময়ে। ম্যাচে এখনও অবধি তিন উইকেট নিয়েছেন শিবম মাভি ও চা🗹র উইকেট পান সৌরভ কুমার। যশ দয়াল কোনও উইকেট পাননি। প্রথম দিনের খেলা শেষে বলতেই হবে, অ্যাডভান্টেজ উত্ไতরপ্রদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।