♔অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হেড কোচ নুশিন আল খাদিরকে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর! উল্লেখযোগ্য বিষয় হল, নুশিন আবার গুজরাট জায়ান্টস দলের ব্যাটিং কোচ। একই টুর্নামেন্টে এক দলকে কোচিং করানোর পাশাপাশি অন্য দলের হয়ে কীভাবে ক্রিকেট খেলবেন, সেটা ভেবেই পাগল হতে পারেন ক্রিকেটপ্রেমীরা। আসল সত্যিটা হল অন্য কিছু।
আরসিবি সোশ্যাল মিডিয়ায় তাদের স্কোয়াড আপডেট দিতে গিয়ে এমন এক ভুল করে বসে, যা রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়ায়। নিলাম থেকে ভারতীয় স্পিনার প্রীতি বোসকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে সোশ্যল মিডিয়ায় প্রীতির নামের সঙ্গে ভুল করে নুশিনের ꦚছবি জুড়ে দেয় তারা।
টুইটারে আরসিবি সমর্থকদের জানায় যে, '২০১৬ এশিয়া কাপে ভারতের অন্যতম কুশিলব এখন আরসিবিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে প্রীতি বোসকে স্ꦏবাগত।' এক্ষেত্রে নুশিনের ছবির নীচে প্রীতির নাম লেখে তারা। সঙ্গে এꩵও জানায় যে, প্রীতি একজন ডানহাতি ব্যাটার ও বাঁ-হাতি স্পিনার।
নিজেদের ভুল বুঝতে পেরে আরসিবি তড়িঘড়ি টুইটটি মুছে দেয়। পরে নতুন টুইটে ছবি ছাড়াই প্রীতিকে নিজেদের দলে স্বাগতꦐ জানায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরসিবꩲি উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের সব 🧜থেকে দামি ক্রিকেটার হিসেবে দলে নেয় স্মৃতি মন্ধনাকে। তারা ভারতের তারকা ওপেনারের জন্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে। মন্ধনাই সম্ভবত নেতৃত্ব দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
আরও পড✱়ুন:- RCB Squad: মন্ধনা-রিচা-রেনুকা, তারকাখচিত দল গডཧ়ছে আরসিবি, চোখ রাখুন স্কোয়াডে
আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে দলে নিতেও মোটা টাকা খরচ করে তারা। রিচার জন্য আরসিবির খরচ হয় ১ কোটি ৯০ লক্ষ টাকা♚। এছাড়া রেনুকা সিংকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় জালে তোলে আরসিবি।
বিদেশি ক্রিকেটেরদের মধ্যে আরসিবির সব থেকে বেশি খরচ হয়েছে এলিস পেরিকে দলে নিতে। অজি অল-রাউন্ডারকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় কেনে ব্যাঙ্গালোর। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ এবং হেথꩵার নাইট ও মেগান শুটকে তারা দলে নেয় ৪০ লক্ষ টাকায়। ডেন ভ্যান নিকার্ককে আরও কম দামে কেনে আরসিবি। দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডারকে মাত্র ৩০ লক্ষ টাকাতেই দলে নেয় তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।