গোটা টুর্নামেন্টে ব্যাটে বলে দুরন্ত ফর্মে ঋষি ধাওয়ান। কা💞র্যত একার কাঁধে দলকে চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগ থেকে নক-আউটে তোলেন হিমাচল দলনায়ক। শেষ চারেও বজায় রাখেন ধারাবাহিকতা। মূলত ধাওয়ানের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করেই স🍸েমিফাইনালে সার্ভিসেসকে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে হিমাচল এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।
সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হিমাচলপ্রদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে💟 ৬ উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে। ক্যাপ্টেন ধাওয়ান দলের হয়ে সবথেকে বেশি ৮৪ রান করে আউট হন। ৭৭ বলের ইনিংসে তিনি ৯টি 🍸চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া 🐻হাফ-সেঞ্চুরি করেন প্রশান্ত চোপড়া। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ৭৮ রান করেন। দিগবিজয় রাঙ্গি ৩৭ ও আকাশ বশিষ্ট অপরাজিত ৪৫ রানের যোগদান রাখেন। ২টি উইকেট নেন রাজ বাহাদুর। ১টি করে উইকেট নেন পাঠানিয়া, অভিষেক তিওয়ারি ও রাহুল সিং।
জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস ৪৬.১ ওভারে ২০৪ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন রজত পালিওয়াল ৫৫, রবি চৌহান ৪৫ ও দেবেন্দ্র লোচাব ৩৪ রান করেন। ঋষি ধাওয়ান ৮.১ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন সিদ্ধার্থ শর্মা ও আকাশ। ১টি উইকেট নিয়েছেন পঙ্কজ জসওয়াল। খেতাবি লড়াইয়ে হিমাচল মুখোমুখি হবে তামিলনাড়ুর, যারা অপর স🌟েমিফাইনালে ২ উইকেটে পরাজিত করে সোরাষ্ট্রকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।