শনিবার রাতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ত🌳িলকরত্নে দিলশনের শ্রীলঙ্কা কিংবদন্তিদের ৩৩ রানে হরিয়েছে সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস। সেই সঙ্গে তারা টানা দ্বিতীয় বার শিরোপা জিতেছে। এই ম্যাচে অধিনায়ক সচিন তেন্ডুলকর চমকপ্রদ কিছু করতে না পারলেও, ডাগআউট থেকে মাস্টার স্ট্রোক খেলে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রথমে ব্যাট করে নমন ওঝার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে ১৯৬ রানের টার্গেট দেয় ভারত। এই স্কোর তাড়া করতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায় দিলশনের পুরো দল।
ডাগআউট থেকে এই মাস্টার স্ট্রোক খেলেছেন সচিন
টস জিতে ব্যাট করতে নেমে টিম ই▨ন্ডিয়ার শুরুটা ছিল খুবই হতাশাজনক। অধিনায়ক সচিন তেন্ডুলকর গোল্ডেন ডাকে আউট হওয়ার পরে সুরেশ রায়নাও ২ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ভারত প্রথম তিন ওভারে মাত্র ১৯ রান🧸ে দু'টি বড় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে যুবরাজ সিং, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের আগে বিনয় কুমারকে নামানোর সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর।
আরও পড়ু🙈ন: নমনের শ𝔍তরানের পর ভাইরাল সচিনের মহাকাব্যিক উদযাপন
সেই সময়ে শ্রীলঙ্কা যদি যুবরাজ এবং ইরফান পাঠানকেও আউট করে দেয়, ༺সে ক্ষেত্রে ভারত যে বড় সমস্যায় পড়তে পারে, তা নিজের অভিজ্ঞতা দিয়ে ভালো ভাবেই বুঝেছিলেন সচিন। সেই কারণে তিনি বিনয় কুমারকে পাওয়ারহিটার হিসেবে নামিয়ে দেন। সচিন জানতেন, দ্রুত রান তুলতে গিয়ে বিনয় তাড়াতাড়ি আউট হয়ে গেলেও, দলের উপর বাড়তিꦏ চাপ থাকবে না।
তৃতীয় উইকেটে নমন ওঝার সঙ্গে বিনয় কুমার ৯০ রানের পার্টনারশিপ গড়ে। এই পার্টনারশিপ দলকে শুধু সমস্যা থেকে বের করেনি, বড় লক্ষ্যের পথও দেখায়। চতুর্থ ওভার থেকে ১১.৩ ওভার 🎐পর্যন্ত, এই দুই খেলোয়াড়ই ব্যাটিং চালিয়ে যাꦅন, যে কারণে পরবর্তী ব্যাটারদের উপর থেকে চাপ সরে যায়। বিনয় কুমার ২১ বলে ৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও🐓 পড়ুন: ফের শ্রীলঙ্কাকে হ🎃ারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস
ফাইনালের শুরুতে নমন ওঝাকে কিছুটা অস্বস্তিতে লাগছিল। কিন্তু বিনয় কুমার এসে পাওয়ারহিটিং শুরু করলে, ওপেনার সেট আপ করার সময় পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেম🤡িফাইনালে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছিলেন নমন ওঝা। আর ফাইনালে অপরাজিত ১০৮ রান করেন তিনি। যার ফলে নমন ওঝা টুর্নামেন্টের সর্বোচ༒্চ রান সংগ্রাহকও হয়ে যান। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচেও ১৫টি চার এবং ২টি ছক্কার হাত ধরে ১০৮ করেছিলেন তিনি।
শ্রীলঙ্কাকে ১৬২ রানে গুটিয়ে দিল ভারত
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ইশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ এবং ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং সেই সুযোগ🦩 দেয়নি﷽। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩৩ রানে জেতে ভারতের কিংবদন্তিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।