💫 সিঙ্গলসে রাফায়েল নাদালকে আগেই হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন আলেকজান্ডার জেরেভ। এবার টিম পুয়েটসের সাথে জুটি বেঁধে ডেন🐼িস শাপোভালোভ ও রোহন বোপান্নাকে পরাজিত করে পৌঁছে গেলেন মাদ্রিদ ওপেন ডাবলসের সেমিফাইনালেও।
অবাছাই শা🌼পোভালোভ-বোপান্না জুটি শীর্ষ বাছাই জুয়ান সেবাস্তিয়ান কাবাল ও রবার্ট ফারাকে স্ট্রেট সেরে হারিয়ে সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাই💮নালে নিজেদের স্থান পাকা করেন। তবে ইন্দো-কানাডিয়ান জুটির অত্যাধিক অনিচ্ছাকৃত ভুলেরই মাশুল গুনতে হল কোয়ার্টারে। তিন সেটের লড়াইয়ে ৬-৪, ৩-৬, ১০-৫ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল বোপান্নাদের।
এস মারার ক্ষেত্রে (৫) প্রতিপক্ষের (৩) থেকে এগিয়ে থাকলেও অনিচ্ছাকৃত 𝔉ভুলের পাশাপাশি প্রথম সার্ভেও প্রতিপক্ষের (৮৩ শতাংশের তুলনায় ৭৯ শতাংশ) থেকে বেশ খানিকটা পিছিয়ে ছিলেন বোপান্নারা। প্রথম সেটে হেরেও দুরন্তভাবে ফিরে এসে দ্বিতীয় সেট নিজেদের নামে করেন শাপোভালোভ-বোপান্না। তবে শেষ রক্ষা হল না। অবশেষে ক্লে কোর্টের সম্মানীয় এটিপি মাস্টার্স ১০০০ থ🔥েকে বিদায় নিতেই হল তাঁদের।
তবে🐟 ২০১৯ থেকে একসাথে খেলা এই জুটি প্রত্যাশার চেয়ে ভালই পারফর্ম করেছেন। আসন্ন ব্যস্ত মরশুমে এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।