ভারতীয় ক্রিক✃েটার রোহিত শর্মা সহ চারজন ক্রীড়াবিদের নাম মনোনীত হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের জন্য। এটি ভারতের ক্রীড়াক🌳্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার।
রোহিত শর্মা ছাড়াও নাম আছে মণিকা বাত্রা, মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও ভিনেশ ফোগাতের। এই নামগুল💯ি কেন্দ্রের কাছে পাঠিয়ไেছে ১২ সদস্যের খেলরত্ন কমিটি।
এই প্রথম কমিটি ℱচারজনের নাম পাঠা𒈔লো শর্টলিস্টে। এর আগে ২০১৬ সালে, পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাই ও সাক্ষী মালিক একসঙ্গে এই পুরস্কার পেয়েছিলেন।
এর আগে শুধু তিনজন ক্রিকেটার পেয়েছেন খেলরত্ন পুরস্কার। এরা হলেন সচিন, ধোনি ও কোহলি। সেই তালিকায় এবার জুড়তে চলেছেন রোহিত শর্ম𝄹া। সচিন জেত💯েন ১৯৯৮ সালে, ধোনি ২০০৭ সালে ও কোহলি ২০১৮ সালে।
কমিটিতে ছিলেন বীরেন্দ্র সহবাগ, সর্দার সিং সহ ক্রীড়াজগতের ন🅘ক্ষত্ররা। মহিলা কুস্তিবিদ ভিনেশ ফোগাত এই সুপারিশ পেলেন কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সো💎না জয়ের জন্য।
থাঙ্গাভেলু ২০১৬ সালের রিও প্যারাঅলিম্পিক্সে সোনা ꦍজিতেছিলেন T42 হাই জাম্প ক্যাটেগরিতে। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা ও এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতার জন্য খেলরত্ন পুরস্কারের মনোনয়ন পেলেন তরুণী টিটি খেলোয়াড় মণিকা বাত্রা। বিশেষজ্ঞদের মতে, মণিকার মতো প্রতিভাময়ী টেবল টেনিস খেলোয়াড় মহিলাদের মধ্যে কোনও দিন আসেনি ভারতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।