দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের 𒆙দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পড়ল মোট ১৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে ৮০ ওভারের মধ্যে ২৫১ রানে অল আউট করার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে এগিয়ে আছে। বৃহস্পতিবার জেসন হোল্ডারই একমাত্র ব্যাটার, যিনি ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট হাতে ভরসা দিয়েছেন। বাকিদের অবস্থা তথৈবচ।
১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, তখন আট নম🌃্বরে ব্যাট করতে༺ নেমে হোল্ডার দলের হাল ধরেন। তাঁর ইনিংসেই ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানের গণ্ডি টপকায়। ১১৭ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। তাঁর ইনিংস সাজানো ৮টি চার এবং ৪টি ছয়ে।
আর♓ও পড়ুন: WTC ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর
তার আগে দ্বিতীয় দিনের শুরুতেই বাকি তিন উইকেট হারিয়ে বসে থাকে দক্ষিণ আফ্র🍎িকা। প্রথম দিনের শেষে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকার ৩১১ রান ছিল। সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুতে তারা আর মাত্র ৯ রান যোগ করে। ৩২০ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। এ দিন তিন উইকেটের মধ্যে আলজারি জোসেফই ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছ𝔉েন কাইল মায়ার্স।
দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের মধ্য়ে সর্বোচ্চ করেছিলেন ওপেনার এ𒐪ডেন মার্করাম। ৯৬ করে তিনি আউট হন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে নেমে টনি ডে জর্জি ৮৫ করেন। এ ছাড়া আর এক ওপেনার ডিন এলগার করেছিলেন ৪২ রান। এর বাইরে বাকিরা কেউ ২৫ রানের গণ্ডি🐬 টপকাননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি ৩টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।
ꦗআরও পড়ুন: এখনও তাজা গত দুই ভারত সফরে একাদশে সুযোগ না পাওয়ার ব্যথা,শতরানের পর বোঝালেন খোয়াজা
রান তাড়া করতে নামলে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধাক্কা খায়। ৫১ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসেছিল। আর ১১৬ রানে ৬ উইকেট। সেখান থেকে ব্যাট হাতে জেসন হোল্ডার হাল না ধরলে, আরও খারাপ অবস্থা হত ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডারের অপরাজিত ৮১ ছাড়া কাইল মায়ার্স দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন। ২৮ করেছেন রোস্ট চেজ। ২৬ করেছেন জোসুয়া ডা সিলভা। বাকিরা ২০ রানের গণ্ডিও টপকাননি। জেসন হোল্ডারকে এ দিন কেউ সঙ্গত🃏 করলে, তিনি হয়তো সেঞ্চুরি করে ফেলতে পারতেন। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং সিমন হার্মার। ভিয়ান মুল্ডার এবং কেশব মহারাজ ১টি করে উইকেট ন👍িয়েছেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে আপাতত ৪ রান করেছে। এডেন মার্করাম এবং ডিন এলগার ওপেন করতে নেমেছেন। এই দুই তারকার লক্ষ্য থাকবে, দক্ষিণ আফ্র🅘িকাকে 🅷বড় স্কোর করতে সাহায্য করা। প্রথম ইনিংসে ৬৯ রানে এগিয়ে থাকার সুবাদে প্রোটিয়ারা দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে এগিয়ে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।