শুভব্রত মুখার্জি
পরপর দুই দিন মহিলা ক্রিকেট সাক্ষী থাকল টানটান উত্তেজক দুটি ম্যাচের। আগের দিন꧙ টেস্ট ক্রিকেটে যেমন ছিল মাটি আকড়ে পড়ে থাকার লড়াই ঠিক তেমন♑ পরের দিন সাক্ষী থাকল সুপার ওভারে ব্যাটিং ঝড়ের। মহিলা অ্যাসেজ টেস্টে এক রুদ্ধশ্বাস ড্রয়ের পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রোটিয়াদের মহিলা ক্রিকেট দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টাই হওয়ার পরে সুপার ওভারে ডটিন-ম্যাথিউজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল।
এদিন বৃষ্টির জেরে ৪১ ওভারের ম্যাচে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ মহিলা দল। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের। প্রথম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন দুই ওপেনার𓂃 ব্যাটার। লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস , দুই জনেই ২৫ রান করেন। অধিনায়ক সুনে লাস ৫২ বলে ৪৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস উপহার দেন। এরপরেই কার্যত ধস নেমে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডারে। ফলস্বরুপ ৪০.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।
১৬১ রানের জয়ের লক্ষ্যে নেমে দলীয় মাত্র ৮ রানে রাশাডা উইলিয়ামসের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ডিয়েন্দ্রা ডটিন ৩১ বলে ৩৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। স্টেফানি টেলর ২১, চেডিয়ান নেশান ৩৫ এবং চিনেলে হেনরি ২৬ রান করে আউট হওয়ার পরে উইন্ডিজ বাহিনী ৩৭.৪ ওভারꦓে ১৬০ রানেই অলআউট হয়ে যায়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ব্যাট করতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন ডটিন। তিনি মাত্র ৫ বল খেলেই ১৯ রান করেন। অন্যদিকে, সুপার ওভারের শেষ এবং একটিমাত্র বল খেলার সুযোগ পেয়ে তাতেই ম্যাথিউজ ছক্কা হাঁকান। ফলে ৬ বলে ২৫ রান কর🐻তে সমর্থ হয় উইন্ডিজ দল।
২৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে অত্যন্ত ভালভাবে শুরু করে প্রোটিয়া বাহিনী। প্রথম বলেই ছয় হাকান ট্রাইঅন। ৫ বলে ট্রাইঅন এবং ব্রিটস ১৭ রান করতে সমর্থ হন। শেষ বলে ব্রিটন আউট হয়ে গেলে সুপার ওভারের লড়াই জিতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে ক্যারিবিয়ান মহিলা বাহিনী। প্রসঙ্গত, এটিই যুগ্মভাবে সুপার ওভারে সর্বাধিক রান। এর আগে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপারে উইন্ডি🤡জ পুর🐼ুষ দলও ২৫ রান করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।