দাপুটে জয় দিয়ে অꦛভিযান শুরু করলেও দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের দ্বিতীয় ম্য়াচেই মুখ থুবড়ে পড়ল জো'বার্গ সুপার কিংস। পার্ল রয়্যালসের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে হার মানেন ফ্যাফ ডু'প্লেসিরা।
উল্লেখযোগ্য বিষয় হল, ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফর্ম্যান্স উপহার দেয় সুপার কিংস। তবে দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার🍌া। প্রথম ম্য়াচে দু'শোর কাছে পৌঁছে যাওয়া জো'বার্গ এবার একশো রানের গণ্ডিও টপকাতে পারেনি।
পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। ইনিংসের শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। একসময় ৫ꩵ৫ রানে ৯ উইকেট হারিয়ে বসে জো'বার্গ। শেষ উইকেটের জুটিতে ২৬ রান যোগ করেন লিজাড উইলিয়ামস ও অ্যারন ফাঙ্গিসো। সুপার কি🍸ংস ১৭.২ ওভারে ৮১ রানে অল-আউট হয়ে যায়।
১০ নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ১৭ রান করেন উইলিয়ামস। ১১ নম্বর ব্যাটসম্যান ফাঙ্গিসো সংগ্রহ করেন ১০ রান। এছাড়া ৯ নম্বরে ব্যাট করতে নেমে আলজারি জোসেফ ১৩ রানের যোগদান রাখেন। বাকিদের মধ্যে দু'অঙ্কের রান বলতে কাইল ভেরেইনের ১১। জানেমඣন মালান ২, রীজা হেনড্রিক্স ৪, ফ্যাফ ডু'প্লেসি ২, লুইস গ্রেগরি ২, ডোনোভান ফেরেইরা ৬, রোমারিও শেফার্ড ৭ ও জর্জ গার্টন ৩ রান করেন।
পার্ল রয়্যালসের হয়ে বিয়র্ন ফরচুইন ১৬ রানের বি🎶নিময়ে ৩টি উইকেট নেন। ২১ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন ইভান জোনস। ১৪ রানে ২টি উইকেট নেন ফেরিসকো অ্যাডামস। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।
আরও পড়ুন:-🍷 SA20: ব্যাট হাতে সল্টের🐓 তাণ্ডব, ক্যাপিটালসের জয়ে বড় অবদান রাখলেন IPL-এর ব্রাত্য নিশাম
জবাবে ব্যাট করতে নেমে পার্ল ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮২ রান সংগ্রহ করে নেয়। জেসন রয় ১♐২, জোস বাটলার ২৯,💧 উইহান লুবে ১৯, ডেন ভিলাস ১৩ ও ডেভিড মিলার ৮ রান করেন।
সুপার কিংসের হয়ে ১টি করে উইকেট নেন জর্জ গার্টন, রোমারিও শেফার্ড ও অ্যারন ফাঙ্গিসো। ৫৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে রয়্যালস। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিয়র্ন। ম্যাচ থেꦛকে বোনাস-সহ ৫ পয়💟েন্ট সংগ্রহ করে পার্ল রয়্যালস। খালি হাতে মাঠ ছাড়তে হয় সুপার কিংসকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।