নয় নয় করে কেটে গিয়েছে ন'টি বছর। ক্রিকেটপ্রেমীদের মনে আজও তাজা সেদিনের স্মৃতি। ২০১২ সালের ১৬ মার্চ, অর্থাৎ ঠিক এই দিনটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে ঐতিহাসিক মাইলস্টোন স্থাপন করেন সচিন তেন্ডুলকর। ইতিহাসের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম সেঞ্চুরি করেন তিনি। অনন্য সেই নজিরের নবম বর্ষপূর্তিতে আরও একবার উত্সবে মাতল ভারতীয় দল। অবশ্য টিম ইন্ডিয়া নয়, উত্সবের আবহ ইন্ডি🔯য়া লেজেন্ডস দলের অন্দরমহলে।
৯ বছর আ🧸গে আজকের দিনেই এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৭ বলꦑে ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন মাস্টার ব্লাস্টার। এটি ছিল সচিনের কেরিয়ারের শততম আন্তর্জাতিক শতরান।
তে⭕ন্ডুলকর এই মুহূর্তে ইন্ডিয়া লেজেন্ডস দলের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্যস্ত। সেখানেই ভারতের টিম হোটেলে কেক কেটে ঐতিহাসিক সেই মাইলস্টোনের বর্ষপূর্তি উদযাপন ♔করেন সচিন। মাস্টার ব্লাস্টারের কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা তথা সচিনের সতীর্থ প্রজ্ঞান ওঝা।
প্র💖জ্ঞান টুইটারে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘ভিন্ন দিন। তবে কারণটা একই। সচিন পাজি'র ১০০তম শতরানের সেলিব্রেশন চলছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।