মাস ছয়েক পরেই ভারতের মাটিতে অনুষꦚ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। নির্বাচকরাও বিশ্বকাপের কথা মাথায় রেখে একাধিক তরুণ ক্রিকেটারকে যাচাই করে নিচ্ছেন।
বিশ্বকাপে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্র📖িকেটমহলে। ইশান কিষাণ, সূর্যকুমার যাদবের মতো নবাগত ক্রিকেটাররা যেভাবে আত্মপ্রকাশেই প্রভাবশালী ব্যাট🐷িং করেছেন, তাতে শিখর ধাওয়ান, কেএল রাহুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা ধরে রাখা মুশকিল বলে মনে করেছেন অনেকেই।
🥂রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব্যস্ত থাকার ফাঁকেই সচিন তেন্ডুলকর মন্তব্য করলেন আসন্ন টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে। তাঁর স্পষ্ট মত, তরুণদের নিয়ে দল গড়তে হবে এমন কোনও কথা নেই। দল নির্বাচিত হওয়া উচিত যোগ্যতার নিরিখে। জাতীয় দল নির্বাচনের🅠 ক্ষেত্রে বয়স কখনও মাপকাঠি হওয়া উচিত নয়।
সংবাদ সংস্থা এএনআইকে সচিন বলেন, ‘একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিতে চাই যে, তরুণদের বেছে নিতে হবে এমনটা কখনই নয়। আসলে বেছে নিতে হবে যোগ্য ক্রিকেটার। আপনি ভার😼তের ক্রিকেট দল নিয়ে কথা বলছেন। সুতরাং, বয়স কখনও মাপকাঠি হতে পারে না।'
তেন্ডুলকর পরক্ষণেই বলেন, ‘তুমি কি করতে পারো, সেটাই আসল কথা, তোমার বয়স কত, সেটা বিবেচনার বিষয় নয়। তরুণ না হয়েও যদি কেউ পারফর্ম করতে পারে, তবে তাঁর ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত। তরুণদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কোনও তরুণ ক্রඣিকেটার পারফর্ম করে, তবে সে দলে ঢোকার যোগ্য দাবিদার। যদি পারফর্ম করতে না পারে, তবে সেদিক নজর দেওয়া দরকার। একটা ভ্রান্ত ধারণা তৈরি🐈 হচ্ছে যে, নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি যে, আমাদের উচিত সেরা ১১ জনকে বেছে নেওয়া।’
শেষে সম্ভাব্য দল নিয়ে সচিন বলেন, ‘আমাদের ১৪-১৫ জন সেরা ক্রিকেটারের স্কোয়াড বেছে নি🌄তে হবে। নির্বাচ๊করা জানে দলের ভারসাম্য কীভাবে বজায় থাকবে। তাই দল নির্বাচন তাদের উপর ছেড়ে দেওয়াই উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।