দেশে নতুন কুস্তি লিগের ঘোষণা। উঠতি কুস্তিগিরদের কথা মাথায় রেখে নয়া লিগ চালু করলেন ক্রীড়াবিদ সাক্ষী মালিক, আমান শেরাওয়াত এবং গীতা ফোগট। যদিও এই লিগকে সমর্থন জানাচ্ছে না সর্বভারতীয় বক্সিং ফেডারেশন। সোমবার তিন ক্রীড়াবিদ এই নয়া লিগের কথা ঘোষণা করেন। নতুন এই লিগের নামকরণ করা হয়েছে 'রেসলিং চ্যাম্পিয়ন্স সুপার লিগ’ বা ডব্লিউসিএসএল। যদিও এর আগে ভারতের একটি কুস্তি লিগ প্রচলিত ছিল। প্রো কুস্𝓀তি লিগ নামে পরিচিত এই টুর্নামেন্ট যথেষ্ট জনপ্রিয় দেশে। শুধু দেশে বললে ভুল হবে, বিদেশেও বেশ জনপ্রিয় ছিল। তার একটা মূল কারণ দেশের পাশপাশি বিদেশী প্রচুর নামকরা কুস্তিগিররা এই টুর্নামেন্টে অংশ নেন।
নতুন লিগের হঠাৎ প্রয়োজনীয়তা কেন? এই বিষয়ে ‘দঙ্গল গার্ল’ গীতা ফোগট বলেন, 'আমার এবং সাক্ষীর অনেকদিন ধরে এই লিগের পরিকল্পনা ছিল। এবার সেটাকেই বাস্তবায়ন করার দিকে এগোচ্ছি। তাড়াতাড়ি সব কিছু চূড়ান্ত করা হবে। ফেডারেশনের সঙ্গে এখনও কথা হয়নি, তবে আশা রাখি তারা পাশে থাকবে। এটিই প্রথম লিগ যার পরিচালনꦅার দায়িত্বে থাকবেন ক্রীড়াবিদরা'। তিনি আরও জানান, ‘এই লিগে বিদেশী কুস্তিগিররাও অংশ নেবেন। এই লিগের ফলে আখেরে লাভবান হবেন ছোট-ছোট কুস্তিগিররা। তাঁরা নিজেদের এই লিগের মাধ্যমে প্রমাণ করতে পারবেন’।
অন্যদিকে জাতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং জানান, ‘আমাদের তরফ থেকে এই লিগকে অনুমোদন দেওয়া হবে না। আমরা এই লিগের সঙ্গে কোনও ভাবে জড়িত থাকতে চাই না। প্রো কুস্তি লিগকে নয়া ভাবে চালু করা হবে। ক্রীড়াবিদরা তাঁদের মতো করে লিগের আয়োজন এবং পরিচালনা করতেই পারে’। তবে এই নতুন লিগ কবে থেকে শুরু হবে বা কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, সাক্ষী এবং আমান দু'জনই অলিম্পিক্স পদক জয়ী। সাক্ষী ২০১৬ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন🦄। আমান ২০২৪ অলিম্পিক্সে 🤪ব্রোঞ্জ জেতেন। অন্যদিকে ২০১০ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন গীতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।