চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের T20I সিরিজের প্রথম দুটি ম্যাচে তেমন পারফরমেন্স করতে পারেননি সঞ্জু স্যামসন। এবার সঞ্জুর পারফরমেন্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। প্রাক্তন ক্রিকেটার বুঝিয়ে দিলেন কেন আবার বাদ পড়তে পারেন সঞ্জু। স্যামসনের খারাপ স্কোর নিয়ে কথা বলেছেন সঞ্জু। রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত দুই উইকেটের পরাজয় বরণ করেছে। এই ম্যাচে মাত্র সাত রান করেছিলেন সঞ্জু স্যামসন। ঋষভ পন্ত এবং কেএল রাহুল ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন এবং এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছেন। কিন্তু সঞ্জু নিজের সুযোগটাকে কাজে লাগাতে পারছেন না বলে মনে করেন পার্থিব। ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজে এখনও চারটি ইনিংস খেলেছেন তিনি, যা🔯র মধ্যে তিন ইনিংসে ব্যর্থ হয়েছেন সঞ্জু।
দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আকিল হুসেনের বলে ৭ রানে আউট হন সঞ্জু স্যামসন। তিনি আকিলের সেই বলে সামনে এগিয়ে গিয়ে বলটি মারতে চেয়েছিলেন, কিন্তু বলটি ঘুরে যায় এবং তিনি স্টাম্পড আউট হয়ে যান। এমন পরিস্থিতিতౠে পার্থিব প্যাটেল বলেছেন, স্যামসন আবারও যদি রান করতে ব্যর্থ হন, তাহলে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। ক্রিকবাজে পার্থিব বলেছেন, ‘যখনই ভারত পরাজিত হয় তখনই আমরা নেতিবাচক পয়েন্টের দিকে তাকাই। সাদা বলের সিরিজ জুড়ে, ব্যাটসম্যানদের দীর্ঘ ব্যাট করার প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে এবং এটি এমন একটা বিষয় যা এখন পর্যন্ত দেখা যায়নি।’
স্যামসন সম্পর্কে তিনি বলেন, ‘যখনই স্যামসন দলে না থাকে, আমরা তাঁকে নিয়ে কথা বলি, কিন্তু সে এখনও পর্যন্ত যে সুযোগগুলো পেয়েছে তার সদ্ব্যবহার করতে পারেনি। হয়তো তার জন্য সময় ফুরিয়ে যাচ্ছে, হয়তো হ্যাঁ বা নাও হতে পারে।’ স্যামসন বারবার বেঞ্চে বসে থাকেন এবং প্রতিবারই তাঁকে প্লেয়ি♛ং ইলেভেনে জায়গা না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় এবং ভক্তেরা প্রশ্ন তোলেন। কিন্তু প্যাটেল বলেছেন, ‘স্যামসন অনেক সুযোগ পাচ্ছেন, সত্যি কথা বলতে, সে সেই সুযোগগুলো কাজে লাগাতেই পারছে না। শুধুমাত্র একজন ব্যাটসম্যান যে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, তিনি হলেন তিলক ভার্মা।’
আরও একটি খারাপ পারফরম্যান্সের পরে সঞ্জু স্যামসনের টি-টোয়েন্টি ব্যাটিং গড় আরও কিছুটা কমেছে। তিনি ১৮ ইনিংসে মাত্র ১৮.৮২ গড়ে এবং ১৩১.১৫ স্ট্রাইক রেটে ৩২০ রান করেছেন। স্যামসন ২০১৫ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত নিজের জায়গা শক্ত করে উঠতে পারেননি সঞ্জু। এর আগেও তিনি দুই ম্যাচের পর বাদ পড়েছিলেন, কিন্তু যখন তিনি কয়েকটি সুযোগ পেয়েছিলেন, তিনি রান করতে পারেননি। এমনকি ১৯ ম্যাচের ১৮ ইনিংসে, তিনি মাত্র একবার অ꧃পরাজিত থেকে ফিরেছিলেন এবং মাত্র একবারই অর্ধশতক করতে সক্ষম হয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন পরিসংখ্যান একজন ব্যাটারের পক্ষে কখনই ভালো নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।