আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের ব্যাটিং সম্পর্কিত প্রায় সব রেকর্ডই রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি এমন সব রেকর্ড, যেগুলো ভাঙা কঠিন, সেগুলোর কাছাকাছি যাওয়াটা খুব কঠিন মনে হচ্ছে। তেন্ডুলকর তার সময়ে গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম, কার্টলি অ্যামব্রোস, ওꦯয়াকার ইউনিস, সাকলিন মুস্তাক, মুথাইয়া মুরলিধরন এবং শেন ওয়ার্নের মতো বোলারদের মুখোমুখি হয়েছেন। সচিন তেন্ডুলকরের বিষয়ে একটি স্মরণীয় গল্প শেয়ার করেছেন সাকলিন মুস্তাক।
আরও পড়ুন… ইশান্তের সঙ্গে পনেরো বছর আগের ঘটনা শোন꧅ালেন বীরু, প্রশ্ন উঠল তাঁর আচরণ নিয়ে
সাকলিন মুস্তাক দ্য নাদির আলি পডকাস্টে বলেছেন, ‘সচিন তেন্ডুলকরের সঙ্গে আমার একটি গল্প আছে, আমরা তখন কানাডা গিয়েছিলাম, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার পর সেখানে গিয়েছিলাম, যখন আমি ছোট ছিলাম, এবং বোলিং ছিল আমার নিজস্ব জগৎ। আমি সেখানে ছিলাম। কাউন্টি ক্রিকেট খেলার পর আমি এক𒅌টু বেপরোয়া হয়ে গিয়ဣেছিলাম। সচিন তেন্ডুলকর একজন খুব বোধগম্য ক্রিকেটার ছিলেন, আমি প্রথম ওভারটি খুব ভালো করে বল করেছি এবং তারপর তাঁকে স্লেজ করি। আমি কিছু কঠোর শব্দ ব্যবহার করেছিলাম।’
তিনি বলেন, ‘সে আমার কাছে এসে খুব আদর করে বলল, সাকি, আমি কখনও ভাবিনি তুমি এমন কিছু করবে, আর তুমি এমন মানুষও নও যে এমন শব্দ ব্যবহার করবে। আমি তোমাকে খুব ভদ্র মানুষ ভেবেছিলাম। সে আমাকে খু♛ব আদর করে এসব বল🧔েছিল, বিশ্বাস করও তার কথাগুলো পরের চার ওভার পর্যন্ত আমাকে আঘাত করতে থাকে। আমি তাঁর কথাবার্তায় এতটাই মগ্ন ছিলাম যে বুঝতেই পারিনি যে সে তার কাজ শেষ করে উইকেটে সেট করেছে।’
আরও পড়ুন… WPL 2023: কোহলির কথাতেই জ্বলে উঠে🍌ছিলেন, RCB-কে জিতিয়ে মুখ খুললেন ম্যাচের সেরা কনিকা আহুজা
সাকলিন মুস্তাক আরও বলেন, ‘এগুলো সব কৌশল, যখন কেউ আপনার সঙ্গে ভালো কথা বলে, আপনি তার কথাগুলো নিয়ে ভাবতে শুর🦄ু করেন, আমি নিজের চিন্তায় ছিলাম এবং সচিন তেন্ডুলকর তার পরে অন্তত চার-পাঁচ ওভারে একটি করে। সে বাউন্ডারি মারতে থাকে এবং আমি। তাকে সম্মান করতে শুরু করি। তিনি যখন ক্রিজের বাইরে এসে বাউন্ডারি মারেন, তখন আমি অনুভব করি সে আমাকে চড় মেরেছে। তারপর আমি বুঝতে পেরেছিলাম যে সে আমার সঙ্গে একটি খেলা খেলেছে, ততক্ষণে সে ক্রিজে সেট হয়ে গেছে এবং জিনিসগুলি আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল। তারপরে ম্যাচের পরে সন্ধ্যায়, আমরা হোটেলে দেখা করি, তারপর আমি তাঁকে বললাম যে আপনি খুব চালাক মানুষ, এবং সে হাসতে শুরু করে। সে আমাকে কতটা ফাঁদে ফেলেছে, সেটাও ব্যাট দিয়ে নয়, তার কথায়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংল🌟ায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।