শুভব্রত মুখার্জি: পাকিস্তান সুপার লিগের এতদিনের ইতিহাসে যা ঘটেনি সেই ঘটনাই চলতি মরশুমের ১৪ তম ম্যাচে করে দে൩খালেন পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের স্পিনার শাদাব খান। গড়ে ফেললেন নজিরবিহীন এক নজির। পিএসএলের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে পরপর তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। আর তার এই পারফরম্যান্সে ভর করেই ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস দলের বিরুদ্ধে ত🙈ুলে নিল এক সহজ জয়।
চলতি পিএসএলের ১৪ তম ম্যাচে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইসলামাবাদ ইউনꦚাইটেড দল। তাদের দুই ওপেনার পল স্টার্লিং এবং অ্যালেক্স হেলস তাদের হয়ে ভাল শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ৬৬ রান। পল স্টার্লিং ৩০ বলে ৩৯ রান এবং অ্যালেক্স হেলস ২১ বলে দ্রুতগতির ৩০ রান করেন দলের হয়ে। দুই ওপেনারকে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দেন কলিন মুনরো এবং শাদাব খান। মুনরো ৩৩ বলে ৩৩ এবং শাদাব খান ১৯ বলে ৩৪ রান কꦉরেন। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান করতে সমর্থ হয় ইসলামাবাদ দল। করাচির হয়ে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন ক্রিস জর্ডন।
জ༒বাবে রান তাড়া করতে নেমে স্পিনার শাদাব খানের ঘূর্ণির জালে 🐈ধরা দিতে থাকেন করাচি কিংস দলের একের পর এক ব্যাটার। একদিকে শাদাবের বিরুদ্ধে আসেনি সেই ভাবে বলার মতন রান। তার উপরে তিনি শিকার করেন আবার ৪ টি উইকেট। ১৫ রান দিয়ে তুলে নেন ইমাদ ওয়াসিম, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডন এবং মহম্ভদ তাহার উইকেট নেন তিনি। একমাত্র মহম্মদ নবি ছাড়া ব্যাট হাতে করাচির কোনও ব্যাটার প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ৯ উইকেটে মাত্র ১৩৫ রান করতে সমর্থ হয় করাচি। নবি ৪৭ রান করে অপরাজিত থাকেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক শাদাবের সেই 'নজিরবিহীন' নজির :
১) ২৮/৫ বনাম কোয়েট্টা গ্লাডিয়েটর্স
২) ২০/৪ বনাম লাহোর কালান্ডার্স
৩) ১৫/৪ বনাম করাচি কিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।