বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শাকিব আল হাসানের মধ্যেকার নাটক যেন শেষ হয়েও হচ্ছে না। বৃহস্পতিবারই (১০ মার্চ) শারীরিক ও মানসিꦛকভাবে ক্লান্ত হওয়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে তো বটেই, ৩০ এপ্রিল পর্যন্ত শাকিবকে বিশ্রাম দেওয়ার ঘোষণা করেছিল বোর্ড। তবে শনিবারই মন বদল। প্রোটিয়া সফরে যাচ্ছেন শাকিব।
শনিবার দিন বিসিবির সঙ্গে এক ꩵযুগ্ম সাংবাদিক সম্মেলনে শাকিব জানান, ‘গোটা বছরের পরিকল্পনা তৈরির সময় আমি ꧟পাপন ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান) সঙ্গে বিগত দুই দিন ধরে কথাবার্তা বলেছি। আমি তিন ফর্ম্যাটেই খেলার জন্য উপলব্ধ। বোর্ডই আমায় কখন বিশ্রাম দিতে হবে না হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং দক্ষিণ আফ্রিকা সফরের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তবে আপাতত আমি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তৈরি।’
গত মাসের শেষের দিক থেকে এই গোটা নাটক শুরু হয়। শাকিব ছয় মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও হাসান সকলকে জানান, তিনি নাকি শাকিবকে দক্ষিণ আফ্রিকা সফর করার নির্দেশ দিয়েছেন। ফলত সিরিজের দলেও তাঁর নাম আসে। তবে শাকিব সাফ জানিয়ে দেন তিনি পജ্রোটিয়া সফর করার মতো অবস্থাতে নেই। এরপরেই কার্যত বাধ্য হয়ে শাকিবকে ছুটি দেয় বিসিবি। তবে হাসান এবং বাংলাদেশ পুরুষ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ শাকিবের দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন।
শেষমেশ শাকিব প্রোটিয়া সফরের জন্য রবিবারই রওনা দিচ্ছেন। ১৮ মার্চ থেকে ওয়ান ডে সিরিজেও প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। এই নিয়ে বিসিবি সভাপত বলেন, ‘শাকিব আমায় বলেছিল যে আমার ඣসঙ্গে কথা বলেই ও নিজের সিদ্ধান্ত নেবে। তারপর ও আমাদের ছুটির আবেদন জানায় এবং আমরা ছুটি দিই। গত পরশু দিন ও আমায় জা𝓀নায় যে ও মানসিকভাবে খুব ক্লান্ত, যেটা সকলের সঙ্গেই হতে পারে। বোর্ড এমন পরিস্থিতিতে সবার পাশে আছে। তবে আপাতত ও সকল ফর্ম্যাটেই খেলবে। ও যদি এই (প্রোটিয়া) সিরিজে এক আধটা ম্যাচ না খেলে, তাহলে একটু মানিয়ে নেবেন। কারণ ও খেলতে চায়, এটাই সবচেয়ে বড় কথা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।