রবি শাস্ত্রীর কোচিং-এ ভারতীয় দল কখনও কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি কিন্তু টেস্ট ফর্ম্🧔যাটে খুব ভালো পারফর্ম করেছিল। শুধু আইসিসি ট্রফিটা আলাদা করে রাখলে শাস্ত্রীর মেয়াদটা ভালোই ছিল টিম ইন্ডিয়ার জন্য। টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর তাঁর বইয়ে সেই সময়কালের নানা ঘটনা নিজের বই-এ লিখেছেন। সেখানেই তিনি ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে শার্দুল ঠাকুর এবং রবি শাস্ত্রীর মধ্যে কথোপকথনের এক🌄টি ঘটনা তুলে ধরেছেন।
অস্ট্রেলিয়ার দ্বারা আয়োজিত ২০২০-২১ জয়টি এখন পর্যন্ত বিদেশের মাটিতে ভারতের অন্যতম ঐতিহাসিক জয় হিসাবেই বর্ণনা করা হয়। সিরিজের একট✅ি ম্যাচ ৩৬ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া, যা দেখে শুধু ভক্তরা নয়, খেলোয়াড়রাও হতাশ হয়েছিলেন। তারপর গাবায়, টিম ইন্ডিয়া আশ্চর্যজনক প্রত্যাবর্তন করেছিল। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন ঋষভ পন্ত এবং মাঠে নামার আগে ব্যথানাশক ওষুধ খেয়েছিলেন।
আরও পড়ুন… শিখর ধাওয়ানকে বদনাম করার চেষ্টা করবেন না-♋ স্ত্রী আয়েশাকে আদালতের ক𒐪ড়া নির্দেশ
১১৮ বলে ৯৭ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন পন্ত। তিনি চেতেশ্বর পূজারার সঙ্গে ১৪৮ রানের জুটিও গড়েছিলেন। পূজারা করেছিলেন ৭৭ রান। যদিও শেষ সেশনে রান তাড়া করতে ১২৭ রান পেয়েছিল টিম ইন্ডিয়া। ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী। জাদেজাও ব্যাটিং লাইন আপের অংশ ছিলেন, কিন্তু তিনিও বুড়ো আঙুলে 🦹চোট পেয়েছিলেন। বিহারীও হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন, অশ্বিনের পিঠে ⛦চোট ছিল।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর তাঁর বই ‘কোচিং বিয়ন্ড: মাই ডেজ উইথ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম’-এ প্রকাশ করেছেন যে ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে ম্যাচে টি-ব্রেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিহারী, যিনি তার ইনজুরির কারণে ন্যাথান লিঁয়র বিরুদ্ধে খেলতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। শ্রীধর লিখেছেন, ‘বিহারী ও অশ্বিন টি-ব্রেকে এসেছিলেন। আমরা তাদের উৎসাহিত করতে একত্রিত হয়েছিলাম। হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন বিহারী। তিনি লিঁয়কে ভালো খেলতে পারছিলেন না বলেই মনে𝔍 করা হচ্ছিল।’
আরও পড়ুন… IND vs AUS: কোন পাঁচটি টক্কর জমিয়ে দেবে সিরিজ, বলে 🌟দিল ICC
শ্রীধর লেখেন, ‘প্রাথমিক 🅠পর্যায়ে পরিকল্পনায় পুরোপুরি কাজ করা হচ্ছিল। তারপর একটি অপ্রয়োজনীয় সিঙ্গেল নেওয়া হয়েছিল। যেটি দেখে রেগে গিয়েছিলেন শাস্ত্রী। তারপর ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ড্রিংক্স বিরতির সময় শার্দুল ঠাকুরকে বার্তা দিয়ে পাঠান যে অশ্বিন এবং বিহারীকে পরিকল্পনায় লেগে থাকতে হবে।’ শ্রীধর লিখেছেন, ‘নিজস্ব প্রান্তে দাঁড়ানোর পর, ক꧑িছু অদ্ভুত কারণে তারা আরও একটি সিঙ্গেল নিয়েছিলেন। এভাবে কয়েকবার ঘটলে রবি রেগে যায়। তিনি বিকল্প শার্দুল ঠাকুরকে ডেকে বললেন – আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং তাঁকে এটি পুনরাবৃত্তি করবেন, যাই হয়ে যাক, বিহারি ফাস্ট বোলারদের সামলাবেন। লিঁয়কে সামলাবেন অশ্বিন। কোন ভুল ভাল সিঙ্গল যেন না নেওয়া হয়। বুঝেছেন?’ শার্দুল মুচকি হেসে বলেছিলেন, ‘হ্যা স্যার’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।