শুভব্রত মুখার্জি
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুততম বোলার ছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম বল করা হোক বা ইনসুইং ইয়র্কারে ব্যাটারদের স্টাম্প ছিটকে দেওয়া, বিশ্বের তাবড়-তাবড় ব𓃲্যাটারদের কাছে বিভীষিকা ছিলেন তিনি। সেই শোয়েব আখতার মুখ খুললেই বিভিন্ন সময়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সম্প্রতি তিনি ফের একবার বিতর্কিত মন্তব্য করেছেন। ব্যাটারদের মাথায় বল মারাই নাকি তাঁর লক্ষ্য ছিল! যাতে করে আয়নায় দেখলে সবসময় তাঁদের শোয়েবের কথা মনে পড়ে !
স্পোর্টসকিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে আখতার জানিয়েছেন, 'আমি বাউন্সার বল ক🔯রতাম। কারণ ব্যাটারদের বাঁদরের মতো লাফাত💧ে দেখে আমি আনন্দিত হতাম। আমি মিথ্যা কথা বলব না। আমি ব্যাটারদের মাথায় মারতে চাইতাম। কারণ আমার কাছে সেই পেসটা ছিল। ফাস্ট বোলার হওয়ার এটাই সুবিধা। এটা হওয়ারই ছিল।'
তিনি আরও যোগ করেন, 'অ্যাড্রিনালিনের রাস (বোলিংয়ের) থাকে। চুল উড়তে থাকে। হার্টবিট ১৮৫+ থাকে। আপনি এইভাবে কখনওই ফুলার বল করতে চাইবেন না। বলটা সোজা ব্যাটারদেরকে আঘাত করা উচিত। শরীরে যেন আলু (ফোলা) দেখা য🍸ায়। যখন ব্যাটার আয়নায় নিজেকে দেখবে, তখন তার আমা🙈র কথা মনে পড়বে। এটাই তো সত্যিকারের প্রেম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।