শুভব্রত মুখার্জি: ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন সমস্ত জাতীয় কোচের চুক্তি আপাতত বাতিল করল। ইমেল মারফৎ অ্যাসোসিয়েশানের তরফে এই বিষয়টি জানানো হয়েছে সমস্ত কোচদের। জাতীয় সিনিয়র এবং জুনিয়র পর্যায়ের ২৪ জন কোচকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এক সপ্তাহ আগেই একটি র🐭িভিউ করা হয়েছিল অ্যাসোসিয়েশানের তরফ🔯ে। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশি, বিদেশি মোট ২৪ জন কোচের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে এনআরএআই। পিস্তল কোচ স্মfরনভ প্যাভেল, রাইফেল 🏅কোচ ওলেগ মিখাইলভকে টোকিও গেমসের পরেই বরখাস্ত করা হয়েছিল। তবে এত বড় সিদ্ধান্তের পরেও বরখাস্তের ই-মেলের বিষয়টি নিয়ে মুখ খ✨ুলতে রাজি নন কেউ।
টোকিও গেমসে খারাপ💙 পারফরম্যান্সের পরবর্তীতে সমস্ত কোচের সঙ্গে আলাদা আলাদা ভাবে বসা হয়েছিল অ্যাসোসিয়শনের তরফে। পারফরম্যান্স রিভিউ করা হয়। এনআরআই-এর তরফে নিউ সেক্রেটারি জেনারেল কানওয়ার সুলতান সিং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ফেডারেশনের তরফে শীঘ্রই কোচ নিয়োগের প্রক্রিয়াটি শুরু করা হবে। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো মাথায় রাখা হবে কোচ নিয়ো🍸গের ক্ষেত্রে। অ্যাসোসিয়েশনের হাতে আর মাত্র ২ মাস সময় রয়েছে নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।