ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পরেই ভারতীয় দলের প্রধান ফোকস হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন? এই নিয়ে নানা জল্পনা চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ওপেন করার সম্ভাবনা প্রবল রয়েছে। এমন ইঙ্গিত বিরাট ঘরের মাঠে ই꧒ংল্যান্ড সিরিজের পরই দিয়েছিলেন। এ বার আইপিএলের প্রথম পর্বে তিনি ওপেনও করেছিলেন। তবে দীপ দাশগুপ্তের অন্য যুক্তি। তিনি মনে করেন, লোকেশ রাহুল ছন্দে থাকলে রোহিত শর্মার সঙ্গে তাঁরই ওপেন করা উচিত।
ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘হ্যাঁ এ রকম সম্ভাবনা তো রয়েছেই। বিরাট শেষ সিরিজে নিজেও বলেছিল, ও নিজেও এই নিয়ে (ওপেন করার বিষয়ে) ভাবনাচিন্তা করছে। ও হয়তো যেটা বলেছে সেটাই করবে। কিন্তু আমি জানি না, এটা করা ঠিক হবে কিনা। তবে কেএল রাহুলের ফর্মের উপর অনেক কিছু নির্ভর করছে।𒊎’
এরই সঙ্গে দীপ দাশগুপ্ত যোগ করেছেন, ‘যদি কেএল রাহুল গত এক বছর আগে যে রকম ফর্মে ছিল, সে রকম ছন্দে থাকে, তা হলে আমি বিরাট কোহলির ওপেন করার কোনও 🦩কারণ দেখি না। সে ক্ষেত্রে রোহিত এবং কেএল রাহুলই ওপেন করতে পারবে। বরং বিরাট তিনে নামুক। 💎বিরাট এবং রোহিত ওপেন করবে না, এমনটা আমি বলব না, আমি শুধু বলব, বিকল্প এখনও রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।