ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বিরাট কোহলি নিজের ব্যাটিং অর্ডার বদলানোর পর থেকেই আলোচনা শুরু হয়ে যায় যে, তবে কি টি-২০ বি𓆏শ্বকাপেও তিনি ওপেন করতে নামবেন? বিশেষ করে এবছর আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে টানা ওপেন করার পর বিশ্বকাপেও নিজেকে ব্যাটিং অর্ডারের শী🍬র্ষে তুলে আনা অসম্ভব কিছু নয় বিরাটের পক্ষে।
যদিও প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট মনে করছেন যে, বিষয়টা পুরোপুরি নির্ভর করছে ভারতীয় 🧔দলের 🅰ভারসাম্য ও কোহলির ব্যক্তিগত ভাবনা-চিন্তার উপরে।
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনার সময় এক অনুরাগী বাটকে জিজ্ঞাসা করেন যে,ꦿ টি-২০ বিশ্বকাপে কি রোহিতের সঙ্গে কোহলি ওপেন করতে পারেন? জবাবে বাট বলেন, ‘এটা অনেককিছুর উপর নির্ভর করছে এবং এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওরা (রোহিত ও কোহলি) ভারতের সেরা ব্যাটসম্যান। যাই হোক না কেন, রোহিত ওপেন করবেই। বিরাট ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে এখনও প্রতিষ্ঠꦰিত নয়। তাছাড়া ভারত ডানহাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের কম্বিনেশনের কথাও ভাবতে পারে। শিখর ধাওয়ান যেহেতু সংক্ষিপ্ত ফর্ম্যাটে ওপেন করে।’
বাট আরও বলেন, ‘তাছাড়া লোকেশ রাহুলও ওপেন করে। পৃথ্বী শ আইপিএলে দারুণ ব্যাট করেছে। ওদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। সুতরাং, কোহলি নিজেকে কোন জায়গায় দেখতে চায়൲, সেটার উপর নির্ভর করছে সবকিছু। তবে এটা ঠিক যে, রোহিত ও কোহলি যত বেশি সম্ভব বল খেলতে চাইবে। ওরা বেশি বল খেললে কোনও টার্গেটই বড় মনে হবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।