ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমে শ্রেয়স আইয়ার কখনও ব্যর্থ হননি। সংক্ষিপ্ত ওয়ান ডে কেরিয়ারে ক্যারিবিয়ানদের বিরুদ্🐬ধে কেকেআর দলনায়কের ধারাবাহিকতা চমকে দেওয়ার মতো।
এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ২৯টি একদিনের 💫আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শ্রেয়স। ব্যাট করতে নেমেছেন ২৬♔টি ইনিংসে। ১১টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি-সহ মোট ১০৬৪ রান সংগ্রহ করেছেন আইয়ার।
আরও পড়ুন:- CWG 2022: শেষ ৫টি কমনওয়েলথ গেমসে ভারত 𝄹কতগুলি পদক জিতেছে, দেখ🥂ে নিন সেই তালিকা
এর মধ্যে ঘরে-বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৯টি ম্যাচ খেলেছেন শ🔥্রেয়স। ব্যাট করছেন ৮টি ইনিংসে। একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই ম্যাচে ব্যাট করতে নামা হয়নি তাঁর।📖 উল্লেখযোগ্য বিষয় হল, এই ৮টি ইনিংসের মধ্যে ৭টি হাফ-সেঞ্চুরি করেছেন আইয়ার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মোট ৪৬৩ রান রয়েছে তাঁর।
আরও পড়ুন:- SL vs PAK: বাবর-রিজওয়ান ব্যর্থ, দ্বিতীয় টেস্টে𝓰 পাকিস্তানের মান বাঁচালেন নবাগত সলমন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শ্রেয়সের ওয়ান ডে পারফর্ম্যান্স:-
১. ব্যাট করেননি (২০১৯, প্রভিডেন্স)
২. ৬৮ বলে ৭১ রান (২০১৯, পোর্ট অফ স্পেন)
৩. ৪১ বলে ৬৫ রান (২০১৯, পোর্ট অফ স্পেন)
৪. ৮৮ বলে ৭০ রান (২০১৯, চেন্নাই)
৫. ৩২ বলে ৫৩ রান (২০১৯, বিশাখাপত্তনম)
৬. ৭ বলে ৭ রান (২০১৯, কটক)
৭. ১১১ বলে ৮০ রান (আমদাবাদ, ২০২২)
৮. ৫৭ বলে ৫৪ রান (২০২২, পোর্ট অফ স্পেন)
৯. ৭১ বলে ৬৩ রান (২০২২, পোর্ট অফ স্পেন)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।