ভারতের টেস্ট সেট আপ থেকে ঋদ্ধিমান সাহাকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর, ৩৭ বছরের অভিজ্ঞ উইকেটকিপারের ভবিষ্যত বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক থেকে, এমএস ধোনির অবসর নেওয়ার পর ঋদ্ধি উইকেটের পিছনে ভারতের গো-টু ফিগার হিসাবে আবির্ভূত হন এবং ঋষভ পন্তের আগে চার বছর ধরে ভারতের প্রথম পছন্দের কিপার হয়ে উঠেছিলেন। চোটের কারণে দলে ঋদ্ধির জায়গায় পন্ত ঢুকে পড়েন। 🔯এবং ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন।আর দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে ভারতীয় দলের সঙ্গে ঋদ্ধির সম্পর্ক কার্যত জোর করেই শেষ করে দেওয়া হয়।
ঋদ্ধি শেষ টেস্ট খেলেছি🐬লেন দেশের মাটিতে নি🐭উজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে কানপুরে পিঠের যন্ত্রণা সহ্য করে ম্যাচ বাঁচানো হাফসেঞ্চুরি করেছিলেন। সেই সিরিজের পর থেকে খেলার সুযোগই পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি। তার পরই তাঁকে ছেটে ফেলা হয় তাঁকে।
ফেব্রুয়ারিতেই ঋদ্ধিমান সাহা জানিয়েছিলেন, ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ম্যানেজমেন্ট তাঁকে জানিয়ে দেয় তাঁকে আর দলে রাখা হবে না। তার পর আইপিএলে গুজরাট টাইটানস তাঁকে কেনে। ভালো পারফরম্যান্স করেন ঋদ্ধি। এর মাঝেই আবার একজন সাংবাদিক এবং রঞ্জি না খেলা নিয়ে বেঙ্গল ক্রিকেটের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। এ সবের মাঝে অবশ্য ঋদ্ধি নিজেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার 🌼কথা জানিয়েছেন।
আরও পড়ুন: জুনের মাঝামাঝি CAB-র থেকে NOC চাইবে ঋদ্ধি? ময়দান জুড়ে জোর🔯 জল্পনা
ঋদ্ধি স্পোর্টসকিডাকে বলেছেন, ‘এটা আনুষ্ঠানিক ভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের দ্বারা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আমাকে বাছাই করা হবে না। আমার মূল ফোকাস হবে ঘরোয়া ক্রিকেটে - যদি এবং কখনও আমি খেলি - এবং তার পরে অবশ্যই আইপিএল। এখন 😼অবশ্য আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।