চলতি অ্যাসেজ সিরিজে করোনা সংক্রমণ থামার লক্ষণ নেই। ইংল্যান্ড শিবিরের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছে༺ন। করোনা পজিটিভ হয়েছেন স্বয়ং ম্যাচ রেফারি ডেভিড বুন। বাদ পড়েনি অজি শিবিরও। ট্রেভিস হেড করোনা আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন সিডনি টেস্ট থেকে। এবার ধারাভাষ্যকারদের বাবলেও করোনা ভাইরাস ঢুকে পড়ে।
অ্যাসেজ সিরিজে বিশেষজ্ঞের ভূমিকা পালন করা স্যার ইয়ান বোথাম করোনা আক্রান্ত হলেন। কিংবদন্তি বোথামের কোভিড পজিটিভ হꦚওয়ার খবর জানিয়েছেন বিটি স্পোর্টসের ধারাভাষ্যকার ডেভিড গাওয়ার। বোথাম যদিও চ্যানেল সেভেনের হয়ে বিশ্লেষকের ভূমিকা পালন করছিলেন।
বক্সিং ডে টেস্টের সময় চ্যানেল সেভেনের প্রেজেন্টার ম্যাকলাফলিন করোনা আক্রান্ত হওয়ার পরেই সংশ্লিষ্ট চ্যানেলের কর্মীদের আইসোলেশনে পাঠানো হয়। রিকি পন্টিং, ইয়ান বোথামদেরও করোনা টেস্ট করা হয়। বাধ্য হয়েই বক্সিং ডে টেস্ট๊ের সময় তাদের প্রোডাকশন টিমে বড়সড় রদবদল করতে হয় সংশ্লিষ্ট চ্যানেলকে। এবার সিডনি টেস্টের সময়েও দেখা দেয় বিপত্তি।
সুতরাং, চলতি অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই শিবিরেই কেব𝓀ল করোনা হানা দিয়েছে এমন নয়। বরং ম্যাচ অফিসিয়াল থেকে🍸 শুরু করে ব্রডকাস্টার পর্যন্ত সবমহলেই করোনার প্রভাব পড়েছে অল্প-বিস্তর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।