লক্ষ্মীর🐽তম শুক্লার বাংলা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তিন ম্যাচে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। মঙ্গলবার তারা সিকিমের বিরুদ্ধেও ৮৪ রানের বড় ব্য়বধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছে। বাংলার দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিকিম কার্যত গুড়িয়ে গেল। ১০০ রানেಞর গণ্ডিও তারা টপকাতে পারেনি।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তবে ওপেন করতে নেমে ইনিংসের শুরুতেই মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন অভিমন্যু। যেটা বাংলার কাছে বড় ধাক্কা ছিল। তবে আর এক ওপেনার রঞ্জোত খাইরা সুদীপ ঘরামির সঙ্গে হাল ধরার চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবশ্য তবে ১৫ বলে ২২ র💫💧ান করে আউট হয়ে যান রঞ্জোত। তখন দলের রান ৩৭। এর পরেই দলের ৪৭ রানের মাথায় চারে ব্যাট করতে নামা ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ও মাত্র ৬ বলে ৩ করে সাজঘরে ফেরেন। ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় বাংলা।
আরও পড়ুন: ব্যর্থ হল কোহলির ৭৫🍃 রানের অনবদ্য ইনিংস, ব্যাটে-বলে ম্যাচ জেতালেন রিয়ান পরাগ
তবে শক্ত🦄 হাতে হাল ধরেছিলেন সুদীপ। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন শাহবাজ আহমেদ। চতুর্থ উইকেটে তারা ৫২ বলে ৬৯ রান যোগ করেন। যেটা বাংলার ইনিংসকে অক্সিজেন দেয়। সুদীপ ৪৩ বলে ৫৬ করে আউট হন। ৩৩ বলে ৪৩ করেন শাহবাজ। আর শেষ পাতে মিষ্টি দইয়ের মতোই ছিল অগ্নিভ পানের ইনংস। ১২ বলে ঝড়ো ৩৪ করে অপরাজিত থাকেন তিনি। যার নিট ফল নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট ꦅহারিয়ে বাংলা করে ১৭৯ রান। সিকিমের পালজোর তামাং, সুমিত সিং, অঙ্কুর মালিক ২টি উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল সিকিম। নির্দিষ্ট ဣব্যবধানে তারা উইকেট হারাতে থাকে। দলের ২৭ রানেই পড়ে ২ উইকেট। এর পর ৪৪, ৬৪, ৭৮, ৮৪, ৮৫, ৮৬- পর পর উইকেট পড়তে থাকে। বাংলার বোলারদের ঠিক করে সামলাতেই পারেনি সিকিম। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানই করতে পারে সিকিম। ৮৪ রানে তারা ম্যাচটি হেরে ꦜযায়।
আরও 𒅌পড়ুন🐠: চার ম্যাচে টানা চতুর্থ হাফ-সেঞ্চুরি, তিলকের কাছে মাথা নোয়ালেন ঋদ্ধিমান-সুদীপরা
সিকিমের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক আশিস থাপা। তিনি ২৩ বলে ২১ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন পঙ্কজ কুমার রাওয়াত। তাঁর সংগ্রহ আবার ১৯ বলে ১৫ রান। বাকিদের অবস্থা ♌হতাশাজনক। দুই অঙ্কের গণ্ডিই বাকিরা কেউ টপকাননি।
বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক এবং করণ লাল ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রবি কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেজ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। বাংলার প্লেয়া♍ররা মূলত টিমগেম খেলছেন। যার সুফল তারা ২২ গজে পাচ্ছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।